• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অপেক্ষা শেষ হলো রোনালদোর

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৭

গত এক দশকে গোল আর রোনালদো দুটিকে সমার্থক শব্দ বলা হলেও ভুল হবে না। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে যোগ দিয়েছেন জুভেন্টাসে। ইতালিয়ার চ্যাম্পিয়ন দলটির টানা তিন ম্যাচে ভক্তদের হতাশ করেছেন। মোট ২৭টি চেষ্টা করেও গোল পাচ্ছিলেন না। চারিদিকে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই বলছিলেন ৩২ বছর বয়সী সিআর সেভেন ফুরিয়ে গেছেন। তবে সব কিছুর জবাব দিলেন নিজের স্টাইলে জুভিদের হয়ে অভিষেকের ৩২০ মিনিট পর গেল দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোববার একটি নয় দুটি গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। এতে সাসুউলোর বিপক্ষে ২-১ গোলে মাঠ ছেড়েছেন মাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই গোল করার জন্য মরিয়া হয়ে উঠে ওল্ড লেডিরা। বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মানজুকিচ-রোনালদোরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ফের আক্রমণ। ৫০ মিনিটের মাথায় চলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। লিওনার্দো বোনুচ্চির বাড়ানো বলে সাদাকালো জার্সিতে প্রথম গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

১৫ মিনিটে পর ব্যবধান বাড়ান রোনালদো। এমরে কানের দেয়া পাসে সাসুউলোর জালে বল জড়ান পর্তুগালের অধিনায়ক। ৭৩ ও ৮২ পর পর দুটি সুযোগ পেয়েও হ্যাটট্রিক করতে পারেননি।

ম্যাচের একদম শেষ দিকে খুমা বাবাকারের দেয়া সান্ত্বনামূলক গোল পায় সফরকারীরা। এর কিছুক্ষণ পরেই লাল কার্ড পেতে হয় জুভেন্টাসের হয়ে খেলা ব্রাজিলিয়ান উইঙ্গার ডগলাস কস্তা।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh