• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফিফা বিশ্বকাপ ২০১৮

কোস্টারিকার বিপক্ষে ‘নিজেদের খেলাটা’ খেলতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০১৮, ১০:২২

নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্রয়ে অখুশী নেইমার। ব্রাজিলের হেক্সা মিশনের অন্যতম সারথী নেইমার রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে জয় তুলে নিতে বেশ আশাবাদী। আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ব্রাজিল বনাম কোস্টারিকার এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন নেইমারের সেই প্রত্যাশার কথা তুলে ধরেছে। নেইমার বলেন, আশা করছি প্রথম ম্যাচের চেয়ে ভালো খেলব এবং জয় পাবো। কোস্টারিকার খেলার ফুটেজ আমরা দেখেছি।

সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করার কারণে কোস্টারিকার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। তবে কোস্টারিকার অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হওয়ায় খুব বেশি চিন্তিতও নন ব্রাজিল তারকা। নিজেদের মতো খেলেই এড়াতে চান কোস্টারিকার বাঁধা।

এই সেলেকাও স্টার কোস্টারিকার বিপক্ষের ম্যাচ জয়ের মন্ত্র জানালেন। বললেন, আমরা জয়ের জন্য মাঠে নামব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেদের খেলাটা খেলা।

এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইস দেয়ালে ঠেকে গিয়েছিল নেইমারের ব্রাজিলের। সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে এগিয়ে থেকেও ১-১ গোলের ড্র করেছিল ব্রাজিল। ২৭ জুন গ্রুপের শেষ ম্যাচে তিতের দলের প্রতিপক্ষ সার্বিয়া।

কেএইচ/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
X
Fresh