• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কেমন হবে ব্রাজিলের মূল স্কোয়াড

স্পোর্টস ডেস্ক

  ১২ মে ২০১৮, ১৫:১৫

আগামী সোমবার ২০১৮ বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। যদিও প্রাথমিক দল আগেই ঘোষণা হয়ে গেছে। তবে এরমধ্যে প্যারিস সেন্ট জামের্ইর (পিএসজি) তারকা দানি আলভেস ইনজুরির কারণে ছিটকে গেছেন।

নিয়ম অনুযায়ী বিশ্বকাপ শুরুর এক মাস আগে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে সব দলের। সবার আগে অস্ট্রেলিয়া বিশ্বকাপের চূড়ান্ত দল পাঠিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) কাছে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সোমবার চূড়ান্ত দল ঘোষণা করবে বলেই দেশটির গণমাধ্যমের খবর। সেলেকাওদের কোচ তিতে রাশিয়া যাবার জন্য ২৩ জনের নাম ঘোষণা করবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিশ্বকাপের পর নতুন ক্যারিয়ারে ক্লোসা
--------------------------------------------------------

তবে এরমধ্যে বেশ কিছু খেলোয়াড়ের নাম ৫৬ বছর বয়সী কোচ আগেই জানিয়ে দিয়েছেন। তারা হলেন– নেইমার (পিএসজি), কুতিনহো (বার্সেলোনা), পাওলিনহো (বার্সেলোনা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), রেনাতো আগুস্তো (বেইজিং গুয়ান), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), অ্যালিসন বেকার (রোমা), এডারসন স্যানটানা দে মোরাইস (ম্যানচেস্টার সিটি), থিয়াগো সিলভা (পিএসজি), উইলিয়ান বর্জেস দা সিলভা (চেলসি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ফার্নান্দো লুইজ রোজা (ম্যানচেস্টার সিটি), মিরান্ডা(ইন্টার মিলান) এবং মারকুইনহোস (পিএসজি)।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলতম দলটিতে আরও সাতজন ঢোকার সুযোগ পাবেন। তাদের মধ্যে এগিয়ে রয়েছেন, জুভেন্টাসের ডগলাস কস্তা ও আলেক্স সান্দো, ম্যানসিটির দানিলো, শাখতার দোনেস্কের ফ্রেড এবং অ্যাথলেটিকো মাদ্রিদের ফিলিপে লুইস।

অ্যালিসন ও এডারসনের পাশাপাশি দলে আরও একজন গোলরক্ষক রাখবেন তিতে।

আরও পড়ুন :

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
X
Fresh