• ঢাকা বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

পোর্টারফিল্ডকে অধিনায়ক করে আয়ারল্যান্ডের টেস্ট দল

স্পোর্টস ডেস্ক

  ০৫ মে ২০১৮, ০৯:৫৯

গত বছরের জুনে একসঙ্গে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল আয়াল্যান্ড ও আফগানিস্তান। কিন্তু এদের কারোই এখন অভিষেক হয়নি। তবে চলতি মাসেই ডাবলিনের ১১ মে শুক্রবার টেস্ট অভিষেক হচ্ছে আয়ারল্যান্ডের। তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

ঐতিহাসিক এ ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে একমাত্র এই টেস্টটিতে দলকে নেতৃত্ব দেবেন আয়ারল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ড। দলের অন্য সিনিয়র খেলোয়াড়দের মধ্যে রয়েছেন এড জয়েস, কেভিন ও’ব্রাইন, নিয়াল ও’ব্রাইন ও বয়েড র‌্যানকিন।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিকেলে ধোনির চেন্নাই রাতে সাকিবের হায়দরাবাদ
--------------------------------------------------------

আগামী মাসে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে ১৪ জুন নিজেদের অভিষেক ম্যাচ খেলবে বিশ্বক্রিকেটের উদীয়মান দল আফগানিস্তান। সম্প্রতি আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে আফগানরা। তারা আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিবে।

আয়ারল্যান্ডের স্কোয়াড
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু ব্যালবার্নি, এড জয়েস, টাইরন কেন, অ্যান্ডি ম্যাকব্রাইন, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রায়ান, নিল ও’ব্রায়ান, বোয়েড র‌্যানকিন, ন্যাথান স্মিথ, পল স্টার্লিং, জেমস শ্যানন, স্টুয়ার্ট থম্পসন ও গ্যারি উইলসন।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ক্রিকেটে বিশ্বকাপ জেতার চেয়ে অলিম্পিক পদক জেতা অনেক বড়’
১৭ মে : ইতিহাসে আজকের এই দিনে
‘সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতবে’
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল
X
Fresh