• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

সেমিতে থমকে গেলো আফগান রূপকথা

স্পোর্টস ডেস্ক

  ২৯ জানুয়ারি ২০১৮, ১২:০৩

বড়রা যা করতে পারেনি, সেটাই করে দেখিয়েছিল আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ডের যুবাদের তাদেরই মাটিতে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল নাভিন-উল-হকের দল। কোয়ার্টারে স্বাগতিক কিউইদের হারিয়ে রূপকথারই জন্ম দিয়েছিল যুদ্ধবিধ্বস্ত আফগান যুবারা।

--------------------------------------------------------
আরও পড়ুন: রোনালদোকে পেছনে ফেললেন মেসি
--------------------------------------------------------

আজ সোমবার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এ হারের মধ্য দিয়েই সমাপ্তি ঘটলো যুদ্ধবিধ্বস্ত আফগান রূপকথার গল্প।

আগামী ৩ ফেব্রুয়ারি ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কে হচ্ছে তার জন্য আগামীকালের ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান যুবাদের হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল আফগান যুবারা। তখন থেকেই দলের খোঁজখবর রেখেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর পর কনফারেন্স কলের মাধ্যমে যুবাদের অভিনন্দন জানিয়েছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। সেমিফাইনালে হারলেও গর্ব নিয়েই বাড়ি ফিরবেন ইকরাম-মুজিবরা।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক নাভিন-উল-হক। অস্ট্রেলিয়ান পেস তোপের সামনে সেভাবে সুবিধা করতে পারেনি আফগান যুবারা। ৪৮ ওভারে ১৮১ রানেই অলআউট হয় দলটি। সর্বোচ্চ ৮০ রান করেন ইকরাম আলী খিল।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন পেসার জনাথন মার্লো।

১৮২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৭৫ বল হাতে রেখেই অর্থাৎ ৩৭.৪ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে ৬৫ বলে ৭২ রানের করেন দৃষ্টিনন্দন ইনিংস খেলেন ওপেনার জ্যাক এডওয়ার্ডস।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ দুইটি উইকেট নেন কাইস আহমদ।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯

৪৮ ওভার ১৮১/১০ (রহমানুল্লাহ গুরবাজ ২০, ইব্রাহীম জাদরান ৭, ইকরাম আলী খিল ৮০, বাহির শাহ ৪, ডারউইশ রাসুলি ২, নিসার ওয়াহদাত ১১, আজমতুল্লাহ ওমরজাই ১, নাভিন-উল-হক ৮, কাইস আহমদ ৮, মুজিব জারদরান ১২*, জহির খান ৮; রায়ান হ্যাডলি ১/১৭, জ্যাক ইভান্স ২/২৬, জ্যাক এডওয়ার্ডস ১/১৬, উইল সাদারল্যান্ড ১/৪১, লয়েড পোপ ১/৩৪, জনাথন মার্লো ৪/২৪, পরম উপল ০/১২)।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯
৩৭.৩ ওভার ১৮২/৪(জ্যাক এডওয়ার্ডস ৭২, ম্যাক্স ব্রায়ান্ট ৪, জ্যাসন সংঘ ২৬, জনাথন মার্লো ২৭, পরম উপল ৩২*, নাথান ম্যাকসুইনি ২২*; মুজিব জাদরান ১/৪৫, নাভিন-উল-হক ১/৪৬, আজমতুল্লাহ ওমরজাই ০/১২, কাইস আহমদ ২/৩৫, জহির খান ০/৪৩)।

ফল: ছয় উইকেটে জয়ী অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯
প্লেয়ার অব দ্য ম্যাচ: জ্যাক এডওয়ার্ডস (অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯)

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে মূল্যায়ন করতে বিসিবির নতুন উদ্যোগ
আইসিসি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
শুরু হতে যাচ্ছে টেক্সটাইল মার্চেন্ডাইজারদের ক্রিকেট টুর্নামেন্ট
আইপিএলের প্লে-অফে থাকছেন না ইংলিশ ক্রিকেটাররা
X
Fresh