• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

এমসিসির সভায় যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক

  ১০ জানুয়ারি ২০১৮, ১৭:৪২

প্রথম বাংলাদেশি হিসেবে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সভায় আজ বুধবার যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান।

বিশ্ব ক্রিকেটের নীতি নির্ধারণী হেভিওয়েটের এই সভায় যোগ দিয়েই তুলে ধরেছেন ক্রিকেটারদের সুযোগ-সুবিধার বিষয়গুলো।

বাংলাদেশ ক্রিকেটের ভালো-মন্দের ব্যাপারগুলোও এতদিন তাদের সামনে প্রত্যক্ষভাবে তুলে ধরা হয়নি। আর সেই সুযোগই কাজে লাগিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তার সঙ্গে সুর মিলিয়েছিলেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

কমিটির মধ্যে তারা দুজনই বর্তমানে ক্রিকেট খেলছেন। আর তাদের বক্তব্যও ছিল অনেকটা একই রকম। বেতন বৈষম্য নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

এ দুই ক্রিকেট তারাকার মতে, কম বেতনের কারণেই স্পট ফিক্সিংয়ের মতো অপরাধে জড়াচ্ছেন ক্রিকেটাররা।

সভায় নিজের দেশকে প্রতিনিধিত্ব করা কতটা সম্মানের তা তুলে ধরেন সাকিব। তবে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মনে করেন বিশ্বব্যাপী ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে আর্থিক প্রণোদনাগুলো পাওয়া যায় না।

সাকিব আরো বলেন, টি-টোয়েন্টিতে বেশি টাকা থাকায় বাংলাদেশের তরুণ ক্রিকেটারই টেস্ট ক্রিকেট অনুসরণ করে না।

এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সাবেকদের মধ্যে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারারা ও ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ আছেন।

এছাড়া কমিটিতে শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা এবং নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক ও পেস অলরাউন্ডর সুজি বেটস।

এমসিসি কমিটির বর্তমান চেয়ারম্যান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং।

ওয়াই/এএ

আরও পড়ুন


মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫৮ মাস পর সাকিবের ঝোড়ো সেঞ্চুরি
জায়েদ খানের স্বর্ণের ফোন ফেলে দেওয়ার রহস্য ফাঁস
‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে’
এবার জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব!
X
Fresh