• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফের ‘বিবিসি’ একসঙ্গে খেললে তা হবে দারুণ: রোনালদো

স্পোর্টস ডেস্ক

  ১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৭

ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেল-এই ত্রয়ীকে একসঙ্গে বলা হয় ‘বিবিসি’। কেউ ফিট থাকেন তো কেউবা ইনজুরিতে ছিটকে পড়েন। এই কারণে দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে খেলতে পারছেন না। এবার তাদের একসঙ্গে দেখার সুযোগ মিলতে যাচ্ছে!

সদ্যই ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো। পঞ্চমবারের মতো তা জিতে ছুঁয়ে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। এই আনন্দের মধ্যে দলের আক্রমণভাগের দুই সতীর্থ বেনজেমা-বেলের সঙ্গে খেলতে মুখিয়ে এই সুপারস্টার।

সিআরসেভেনের আশাও হয়তো পূরণ হতে চলেছে। ফিফা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আজ রাতে আল জাজিরার বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচেই তিনজনকে একসঙ্গে দেখা যেতে পারে!

রোনালদো বলেন, ‘টুর্নামেন্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে খেলতে পারাটা স্পষ্টতই আনন্দের ব্যাপার। কারণ, কেবল চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলেই এখানে খেলার সুযোগ মেলে।’

রিয়ালের নীলমণির লক্ষ্য ফের দলকে ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতানো, ‘এটি এমন একটি প্রতিযোগিতা যা আমি খুবই পছন্দ করি। ম্যাচটি জিততে চাই। করতে চাই স্কোর। সর্বোপরি, এই কাপ জেতাতে দলকে সহায়তা করতে চাই।’

শেষদিকে বেনজেমা-বেলের সঙ্গে খেলার ইচ্ছা পোষণের ব্যাপারে মুখ খুলেন পর্তুগিজ যুবরাজ, ‘তাদের ছাড়া আমাদের দল অপূর্ণ মনে করি। এই মুহূর্তে আমাদের তিনজনের কারোরই ইনজুরি নেই। এটি খুবই ভালো লক্ষণ। তারা খেললে স্কোয়াড পূর্ণতা পাবে। দু’জনের সঙ্গে খেলতে পারাটাও হবে সুখের।’

ডিএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh