• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

২০২১ পর্যন্ত রিয়ালে থাকছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুলাই ২০১৭, ১৭:১৮

গুঞ্জন ছিল, নিজেও হুমকি দিয়েছিলেন। তবে এর কোনোটাই বাস্তবে প্রতিফলিত হলো না। রিয়াল মাদ্রিদেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্প্যানিশ জায়ান্টের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। তাও টানা পাঁচ বছর মেয়াদে।

বর্তমানে সরগরম ফুটবলারদের দলবদলের ইউরোপিয়ান বাজার। স্বাভাবিকভাবেই গুঞ্জন ওঠে, রিয়াল ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে অথবা ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাচ্ছেন রোনালদো। এর মধ্যে কর ফাঁকির অভিযোগ উঠলে ক্লাব ছাড়ার হুমকি দেন তিনিও।

তবে সবকিছু উড়িয়ে দিয়ে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করলেন সিআরসেভেন। নতুন চুক্তি অনুযায়ী, ২০২১ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

গেলো মৌসুমে রোনালদোর নেতৃত্বে চারটি শিরোপা জেতে রিয়াল। এর মধ্যে ছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এছাড়া ২০১২ সালের পর প্রথম লা লিগা শিরোপা জেতে দলটি।

এবারো সেই প্রত্যয় পর্তুগিজ উইঙ্গারের কণ্ঠে। চুক্তি নবায়ন শেষে স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে তিনি বলেন, গেলো বছরটি দারুণ কেটেছে। রিয়ালের হয়ে একাধিক শিরোপা জেতার পাশাপাশি নিজেও অনেক পুরস্কার জিতেছি। এ ক্লাবের হয়ে আমি সামনে আরো শিরোপা জিততে চাই। আশা করি, আসছে মৌসুমেও দুর্দান্ত কিছু হবে।

এজন্য কঠোর পরিশ্রম করে নিজের ফিটনেস ধরে রাখছেন রোনালদো। ৩২ বছরের খেলোয়াড় বলেন, ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। বছরের পর বছর সেটিই করে আসছে আমি। এর ফলও হাতেনাতে পাচ্ছি। আশা করি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ফুটবল আমার জীবন, ফুটবল আমার অস্তিত্ব।

এ বছর ফুটবলের সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচে’ এগিয়ে রয়েছেন রোনালদো। সেটি পেলে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলবেন তিনি। দু’জনই পাঁচবার করে এ শিরোপা জয়ের কীর্তি গড়বেন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh