• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ডিপিএল থেকে ছুটি নিলেন লিটন
ক্রিকেট মাঠে সব থেকে বাজে সময় পার করছেন টাইগার ওপেনার লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া লিগেও আলো ছড়াতে পারছেন না তিনি। তাই এবার কিছু দিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ডান হাতি ব্যাটার। অধারাবাহিক পারফরম্যান্সের কারণে অনেকেই লিটন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি থাকায় লিটন সুযোগটা খুব ভালো মতোই নিলেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি ব্যাটার। তার দল আবাহনী লিমিটেডও ছুটি মঞ্জুর করেছে।  রোববার (৭ এপ্রিল) লিটনের ছুটিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। গণমাধ্যমকে খালেদ মাহমুদ বলেন, লিটন ছুটি চেয়েছিল। তার সময়টা ভালো যাচ্ছে না বলেই হয়তো একটা বিরতি প্রয়োজন।  ‘সে নিজেও বিষয়টা বুঝতে পেরেছে। আমরা তাকে আটকাইনি কারণ, সে আমাদের সেরা ক্রিকেটার এবং সেরা ওপেনার। এখানে খেলে পারফর্ম না করলে আরও বিমর্ষ হয়ে যেত।’  এর ফলে প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগের শেষ দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না। ঈদের পর সুপার লিগ শুরু হলে দলে ফিরবেন বলে জানা গেছে। ছুটিটা খুব লম্বা না হলেও কার্যকরী হবে এমনটাই মনে করছেন আবাহনীর কোচ সুজন। তিনি বলেন, এখন খেলার চেয়ে সুপার লিগে লিটন ফ্রেশ হয়ে ফিরুক। আবাহনীর হয়ে পারফর্ম করুক এবং জাতীয় দলে ওই ছন্দটা নিয়ে যাক এটাই আমাদের চাওয়া। হি উইল ডেফিনেটলি কাম ব্যাক।
০৭ এপ্রিল ২০২৪, ২০:২৮

ব্যাট হাতে টানা ব্যর্থতার মাশুল গুনলো লিটন
ক্যারিয়ারের সব থেকে খারাপ সময় হয়তো পার করছেন লিটন কুমার দাস। ব্যাট হাতে টানা ব্যর্থতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝ পথে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। টেস্ট দলে জায়গা পেলেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি লিটন। তার মাশুলও গুণতে হয়েছে এই টাইগার ওপেনারকে। মাঠের ক্রিকেটে বাজে পারফরম্যান্সের দরুন এবার র‌্যাঙ্কিংয়েও বড় অবনতি হয়েছে তার।  বুধবার (২৭ মার্চ) টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ব্যাটসম্যানদের তালিকায় সাত ধাপ নিচে নেমেছে লিটন। এখন যৌথভাবে তিনি ২৪তম স্থানে আছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুটা ভালো করেছিলেন মিডল অর্ডারে নামা এই ব্যাটার। তবে ২৫ রানে তার সেই ইনিংস থামে। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে ৩০ গজ বৃত্তের ভেতরেই ক্যাচ দেন লিটন।  এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও, ফলে তারও অবনতি হয়েছে। দুই ইনিংস মিলিয়ে ১১ রান করা বাঁ-হাতি এই ব্যাটসম্যান ৯ ধাপ পিছিয়ে এখন ৫৩ নম্বরে।  তবে টেস্ট ব্যাটারদের তালিকায় এগিয়েছেন মুমিনুল হক। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ৩২৮ রানে হারের ম্যাচে একমাত্র রান পেয়েছিলেন মুমিনুল। চারে নেমে তিনি ৮৭ রান করেন। ফলে ৯ ধাপ এগিয়ে তিনি উঠে গেছেন ৫০ নম্বরে। অন্যদিকে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়ে টাইগার পেসার খালেদ আহমেদের। ওই ম্যাচে মোট ৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় তিনি ৯ ধাপ এগিয়েছেন। ফলে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে খালেদ এখন ৮৯তম স্থানে।  ম্যাচে তেমন প্রভাব রাখতে না পারা তাইজুল ইসলাম পিছিয়েছেন দুই ধাপ। দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছিলেন ৩ উইকেট, যা নিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন পঞ্চদশ। তবে এটাই টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান। তবে ব্যাটারদের শীর্ষ র‍্যাঙ্কিংয়ে কারও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যথাক্রমে আগে থেকেই শীর্ষ তিনের মধ্যে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম। আর বোলারদের মধ্যে এক নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, দুইয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা আছেন তিন নম্বরে। 
২৭ মার্চ ২০২৪, ১৯:৩৮

জাতীয় দলের পর ডিপিএলেও ব্যর্থ লিটন
অফফর্মে কারণে একদিন আগেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের স্কোয়াডে জায়গা হয়নি তার। নতুন বলে অধারাবাহিক হওয়ার কারণেই ৫০ ওভারের সংস্করণে নির্বাচকদের আস্থা হারিয়েছেন তিনি। দল থেকে বাদ পড়ার পরই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিরেছেন ক্ল্যাসিক এই ব্যাটার। তবে ঘরোয়া এই টুর্নামেন্টেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি উইকেটকিপার এই ব্যাটার। রোববার (১৭ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে শাইনপুকুরের মুখোমুখি হয় আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর। জবাবে আবাহনীর হয়ে ওপেনিংয়ে নামেন নাঈম শেখ ও সাব্বির হোসেন। তবে ১১ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাব্বির। এরপর ক্রিজে নামেন লিটন। ওয়ান-ডাউনে ব্যাট করতে নেমে জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া উইকেটরক্ষক এই ব্যাটারকে শুরু থেকেই রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। আরাফাত সানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে মোটের ওপর ৫ রান। উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে ডিপিএল-ই নিজেকে প্রমাণের সুযোগ লিটনের। কিন্তু সেখানেও সফল হতে পারলেন না ডানহাতি এই ব্যাটার।
১৭ মার্চ ২০২৪, ১৫:১৮

লিটন কেন বাদ, জানালেন প্রধান নির্বাচক
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। ক্ল্যাসিক এই ওপেনারের পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। শনিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। এদিকে লিটনের বাদ পড়ার নেপথ্য কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।  তার ভাষ্যমতে, যেহেতু সিরিজ চলছে, পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। দলে আগে থেকে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম রয়েছে, যারা ওপেন করতে পারে। আরেকজন ওপেনার আছে সৌম্য সরকার। লিটনকে যখন স্কোয়াডে অন্তর্ভুক্ত করলাম না, তখন এই জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজন দেখিনি। ইতোমধ্যে দুটি অপশন আছে এর মধ্যে একটি আমাদের কোচ-ক্যাপ্টেনকে বেছে নিতে হবে। লিপু যোগ করেন, এই সিলেকশন প্রক্রিয়ায় আমরা অবশ্যই কোচ-ক্যাপ্টেনের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল-অর্ডারে কাউকে সংযোজন করা যায়, সেখানে একটা গ্যাপ আছে। সেখানে অনিককে মনে করেছি, এই জায়গায় যথার্থ হবে। সাদা বলে সে টি-টোয়েন্টি খেলেছে, রান করেছে, রান পেয়েছে ডিপিএলেও। একাধিক ভূমিকা পালন করতে পারে, মিডল-অর্ডারে ওপরের দিকে খেলতে পারে; আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারে। তিনি আরও বলেন, ক্রিকেটে কনকাশনেরও ঝুঁকি থাকে। আমরা মনে করেছি লিটনের পরিবর্তে জাকেরকে দলে নিলে দলের ভারসাম্য অনেক ভালো থাকবে। তৃতীয় ম্যাচ দিবারাত্রির নয়, সকাল ১০টায় শুরু হবে। সেই আলোকে আমরা মনে করেছি জাকের বেশি যোগ্য দাবিদার।
১৬ মার্চ ২০২৪, ১৭:৪১

তৃতীয় ওয়ানডেতে ঢুকলেন জাকের, বাদ লিটন
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছে সফরকারীরা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনার লিটন দাস। দুইবারই রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকেই ছিটকে গেলেন ক্ল্যাসিক এই ব্যাটার। মূলত স্কোয়াডে থাকা অন্য দুই ওপেনারকেও পরখ করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। আর শেষের দিকের বিষয়টি বিবেচনায় জাকেরকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এর আগে, লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন জাকের। এই সিরিজের প্রথমটিতে ৩৪ বলে ৬৮ রানের মারকাটারি এক ইনিংস খেলেছিলেন তিনি। এর সুবাদে এবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন জাকের। এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার পর আজই ঢাকায় ফিরছেন লিটন। এর আগে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও একবার বাদ পড়েছিলেন উইকেটকিপার এই ব্যাটার। অন্যদিকে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে জাকেরের। লিটনের বাদপড়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাষ্য, লিটনে জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমরা এই প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের জায়গায় দলে মিডল-অর্ডারে কাউকে যদি যুক্ত করা যায়, সেখানে একটি ফাঁকা জায়গা আছে। সেখানে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জাকের আলী উপযুক্ত মনে হচ্ছে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
১৬ মার্চ ২০২৪, ১৫:০৯

ফাইনালের আগে লিটনকে যে পরামর্শ সালাহউদ্দিনের
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়কত্ব করছেন লিটন দাস। প্রথমবার নেতৃত্ব পেয়েই দলকে ফাইনালে তুলেছেন এই ওপেনার। এবার তার সামনে শিরোপা জয়ের হাতছানি। পুরো মৌসুমে লিটনের অধিনায়কত্বে সন্তুষ্ট দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। গ্রুপ পর্বের ১২ ম্যাচে ৮ জয়ের বিপরীতে ৪ পরাজয়ের স্বাদ নিয়েছে কুমিল্লা। পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছিল ভিক্টোরিয়ানরা। এরপর প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠে লিটনের দল। ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটনের অধিনায়কত্ব নিয়ে সালাহউদ্দিনের ভাষ্য, আমি খুবই সন্তুষ্ট তার অধিনায়কত্বে। তার ক্রিকেট জ্ঞান নিয়ে অনেক আগেও কথা বলেছি যে তার ক্রিকেট জ্ঞান অনেক ভালো। আরেকটু ঠান্ডা মাথার হলে তার ভবিষ্যতের জন্য আরও ভালো হবে। কুমিল্লার প্রধান কোচ যোগ করেন, আমার মনে হয় যে খেলোয়াড়দের সামলানো থেকে শুরু করে, অনুশীলন বলেন, ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা বলেন; একটা অধিনায়কের যে গুণাবলী থাকা দরকার, সেগুলো সবই আছে তার। কিন্তু যেহেতু নতুন, প্রথম প্রথম আমিও যখন নতুন ছিলাম; আমারও অনেক উত্তেজনা চলে আসতো অনেক কিছুতে। এটা করতে করতে একটা সময় ঠিক হয়ে যাবে। আমার মনে হয় যে ভবিষ্যতে সে আরও ভালো করবে। উল্লেখ্য, শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।
০১ মার্চ ২০২৪, ০৯:৫০

কোচ সালাউদ্দিনের সাফল্যের রহস্য উন্মোচন করলেন লিটন
বিপিএলের আগের নয় আসরে সর্বোচ্চ চার বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দশম আসরেও ফাইনালের টিকিট পেয়েছে তারা। দলটির অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে আসছেন প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশসেরা এই কোচ কেনো অন্য সবার থেকে আলাদা এবং সফল তা প্রকাশ করেছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন, আমার মনে হয় রংপুর তো কুমিল্লার মতনই কাছাকাছি। তারাও একই কোচিং স্টাফ, প্রায় একই প্লেয়ার নিয়ে অনেক দিন যাচ্ছে।  ‘আমার মনে হয় (সালাউদ্দিন) স্যারের কিছু ধরাবাঁধা নিয়ম আছে স্যার এক প্লেয়ারকে অনেক দিন সুযোগ দেয়। এটা স্বাভাবিক হওয়া উচিত। আপনি একটা প্লেয়ারকে এক সিজনে জাজ করতে পারবেন না।' কোচ সালাউদ্দিনের মানসিকতা নিয়েও প্রশংসা করেছেন এই টাইগার ব্যাটার। তিনি বলেন, স্যার দেখে সবাই ঘরোয়া ক্রিকেটও খেলে। আমার মনে হয় এদিক দিয়ে ভালো। তার থেকে বড় জিনিস আমরা সবাই খুবই ফ্রেন্ডলি।  ‘আমাদের ম্যানেজমেন্ট থেকে যদি কোনো ছেলে নতুন আসে সে কখনওই বুঝবে না যে আমরা এত সিনিয়রদের সাথে বসে আড্ডা মারতেসি। সবাই অনেক ফ্রি, স্যার অনেক ফ্রি মাইন্ডের। একটা প্লেয়ারকে যদি স্বাধীনতা দেন খেলো, মজা করো। তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এদিক দিয়ে সালাউদ্দিন স্যার বেস্ট।’  
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩

হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ লিটন 
চলতি বিপিএলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছে তাওহীদ হৃদয় ও লিটন দাস। ম্যাচ শেষ হৃদয়ের সঙ্গে ব্যাট করাকে ক্যারিয়ার সেরা পার্টনারশিপ বলে মন্তব্য করেছেন কুমিল্লার অধিনায়ক। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ১৮৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে হৃদয়ের সঙ্গে এই জুটিই কি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে কুমিল্লার অধিনায়ক লিটন জানান, তার জীবনে কখনো এমন সুন্দর জুটি ছিল না! তাই হৃদয়ের সঙ্গে এই জুটি তার জীবনের সেরা। ‘আমার জীবনে তো সেরা। কারণ, এমন কখনও হয়নি যে এত ভালো পার্টনারসহ ব্যাটিং করেছি। যেভাবে সে ব্যাটিং করেছে সেটা অসাধারণ। নন স্ট্রাইক থেকে দেখতে ভালো লাগছিল। তার থেকে বড় জিনিস, একজন পার্টনারের কাজ হচ্ছে আরেক পার্টনারকে রিলিফ করে দেওয়া। আমার মনে হয় সে আমাকে পুরো রিলিফ করে দিয়েছে খেলাটা বড় করার জন্য।’ হৃদয়ের সঙ্গে এভাবে ধারাবাহিক পারফরম্যান্স করতে চান বলে জানান লিটন। তিনি বলেন, ‘সাধারণত আমরা টি-টোয়েন্টিতে বড় বড় রান তাড়া করি না। সেদিক থেকে অন্যতম সেরা বলতে পারেন। দুজনই বাংলাদেশি। দুজনই জাতীয় দলের খেলোয়াড়। আশা করি যে আমরা এটা ধারাবাহিকভাবে করতে পারি।’ দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দলের বিপক্ষে ১ মার্চ ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে কুমিল্লা। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর। চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বরিশাল। 
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪

মোস্তাফিজের সবশেষ অবস্থা নিয়ে যা জানালেন লিটন
২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন দলীয় অনুশীলনের সময় মাথায় চোট পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার মোস্তাফিজুর রহমান। রোববারই (১৮ ফেব্রুয়ারি) তাকে নিয়ে নানান শঙ্কা ছিল। তবে এখন আর ভয়ের কিছু নেই। স্ক্যান রিপোর্ট ভালো আসায় সব কিছু ঠিকঠাক বাঁ-হাতি এই পেসারের। এদিকে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দ্য ফিজ খেলতে পারছেন না, এটা অনুমিতই ছিল। এই ম্যাচে ফিজের পরিবর্তে মুশফিক হাসানকে একাদশে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জানা গেছে, এখনও হাসপাতালেই আছেন টাইগারদের অটোচয়েজ এই পেসার।   এদিন টসের সময়ে কুমিল্লার অধিনায়ক লিটনের কাছে ফিজের সবশেষ অবস্থা জানতে চান ধারাভাষ্যকার আতাহার আলি খান। জবাবে লিটনের ভাষ্য, সে (ফিজ) ভালো আছে। এখনও হাসপাতালে আছে। আশা করছি, রাতে হোটেলে দলে যুক্ত হবে। এর আগে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের স্ট্রেইট ড্রাইভে মাথায় বল লাগে দ্য ফিজের। মূলত বল করে ফেরার পথেই এই ঘটনা ঘটে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে কুমিল্লা জানায়, আঘাতের পর তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করা হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান। অন্যদিকে ফিজের কনকাশন নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর ভাষ্য, মোস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। দেবাশিষ যোগ করেন, খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট… এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪ থেকে ৫ দিন (খেলতে) নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। এবারের বিপিএলে এখন পর্যন্ত তার শিকার ১১ উইকেট। ৩২ রান খরচায় ৩ উইকেট চলতি বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬

অধিনায়কত্ব নিয়ে কথা বলতেই নারাজ লিটন
তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই সরে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। ফলে নতুন অধিনায়কের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আগামী এক বছরের জন্যে টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত’র কাঁধে তিন ফরম্যাটের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। তবে নেতৃত্ব পাওয়ার দৌড়ে বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন। এর মধ্যে লিটন দাসকেই অনেকে ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে ভেবে নিয়েছিলেন। সব সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বর্তমানে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বন্দরনগরী চট্টগ্রামে লিটনের কাছে বিসিবির নতুন সিদ্ধান্ত নিয়ে তার অভিমত জানতে চাওয়া হয়েছিল। জবাবে বিসিবির কোর্টে বল ঠেলে দেন এই ওপেনার। লিটনের ভাষ্য, এটা (নেতৃত্ব না পাওয়া নিয়ে) আমি জানি না। এটা বোর্ডের কাউকে প্রশ্ন করলে ভালো হয়। দেখেন (ভাইয়া) এটা অতীত হয়ে গেছে এখন। এখন বিপিএলে আছি; বিপিএল নিয়ে থাকি। যেহেতু ইতিমধ্যে নতুন অধিনায়ক ঘোষণা করে দিয়েছে, এখানে তো কথা বলার কিছু নেই। এ সময়ে নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানানোর বিষয়টিও উঠে আসে। জবাবে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের দাবি, নাহ, কোনো কথা হয়নি। এদিকে চলতি বিপিএলে সেভাবে রান পাচ্ছিলেন না লিটন। চট্টগ্রাম পর্বে স্বাগতিকদের বিপক্ষে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ সংগ্রহ পাওয়ার দিনে দারুণ এক ইনিংস খেলেন এই ওপেনার। ৩১ বলে ৬০ রানের মারকাটারি এক ইনিংস উপহার দেন তিনি। নিজের ইনিংস নিয়ে লিটনের মন্তব্য, মতামতের কিছু নেই। চেষ্টা করছি, অনুশীলন করছি। কীভাবে কামব্যাক করা যায়। এখনও আমার ব্যাটিংয়ে অনেক উন্নতির জায়গা আছে। সামনে আরও কাজ করতে হবে। দলকে ভালো একটা শুরু এনে দিতে পেরে খুশি। উল্লেখ্য, মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে পাহাড় সামন ২৪০ রানের লক্ষ্য দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাব দিতে নেমে ১৬৬ রানেই গুটিয়ে যায় শুভাগত হোমের দল। এতে ৭৩ রানের বড় জয় পায় লিটন দাসের দল।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়