• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এক কোটি ফেসবুক ফ্যান যেসব টিভি ও গণমাধ্যমের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৭, ১৫:০৯

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে এমন অনেক দেশ আছে যার জনসংখ্যা ১ কোটিরও কম। বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় ১৭ কোটি। আর এ দেশেরই অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির বর্তমান ফেসবুক ফ্যান এখন এক কোটিরও বেশি। অর্থাৎ এই টিভির বর্তমান ফেসবুক লাইক ১ কোটি ৩০ হাজার প্লাস। টেলিভিশনগুলোর মধ্যে আরটিভি ফেসবুক ফ্যান এখন সবচেয়ে বেশি। তারপর রয়েছে যথাক্রমে এনটিভি, ইনডিপেডেন্ট টিভি, একাত্তর টিভি ও সময়টিভি।

তাছাড়া দেশে এখন যেক’টি সংবাদ মাধ্যমের ফেসবুক পেজ রয়েছে, তার মধ্যে দৈনিক প্রথম আলো ও বিবিসি বাংলার পরই অবস্থান করছে আরটিভি। তারপর রয়েছে দৈনিক নয়াদিগন্ত, এনটিভি, বিডিনিউজ, ইনডিপেডেন্ট টিভি, দৈনিক কালেরকণ্ঠ, দৈনিক যুগান্তর, একাত্তর টিভি, বাংলানিউজ24, বিডিক্রিকটাইম, জাগোনিউজ24, সময়টিভি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক আমারদেশ।

আর বাংলাদেশে এক কোটির বেশি ফ্যান আছে এমন পেজ রয়েছে মাত্র ৭টি।

Cricket on Facebook

19,534,198

দৈনিক প্রথম আলো

12,234,614

গ্রামীণফোন

11,949,620

Bangladesh Cricket : The Tigers

11,538,831

বিবিসি বাংলা

11,247,131

সাকিব আল হাসান

10,205,167

Rtv

10,031,383

তবে ফেসবুকে জনপ্রিয়তায় ব্যক্তিগতভাবে কোটিতে আছেন শুধু সাকিব আল হাসান। পরের তালিকায় যারা আছেন তারা লাখের ঘরে।

সাকিব আল হাসান

মুশফিকুর রহিম

মাশরাফি বিন মুর্তজা

পরীমনি

নাসির হোসেন

নুসরাত ফারিয়া

তাহসান

এনামুল হক

হানিফ সংকেত

১০

আসিফ

সি/

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh