• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুকের কোটি মানুষের মনে এখন আরটিভি (ভিডিও)

মারুফ রেজা

  ০৩ জুলাই ২০১৭, ১৫:১১

দেশের প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটি মানুষের মনে জায়গা করে নিলো আরটিভি।

ফেসবুকে প্রথম যাত্রা শুরু ২০০৯ সালে। এরপর হাজার, লাখ পেরিয়ে মাত্র ৮ বছরেই তা ছড়িয়ে গেলো এক কোটির বেশি সুহৃদের প্রাণে। বিশ্বের ১৫ হাজার টিভি চ্যানেল ক্যাটাগরিতে বর্তমানে আরটিভির অবস্থান ৬০।

‘সময়ের সাথে, আগামীর পথে’ শ্লোগান নিয়ে ২০০৫ সালে যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল, একে একে ১২ বছর পেরিয়ে আজ তা ঠাঁই করে নিয়েছে কোটি মানুষের প্রাণে। এখন সময়টা প্রযুক্তির। তাই এক্ষেত্রেই পিছিয়ে থাকা কেন? সে ভাবনা থেকেই ২০০৯ সালে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরটিভি প্রথম নাম লেখায়।

আর মানুষের ভালোবাসায় মাত্র ৫ বছরেই মেলে ফেসবুক স্বীকৃতি! ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে! কেবল ৩ বছরের মধ্যেই ফেসবুকে বন্ধুর সংখ্যা ছাড়িয়ে গেলো ১ কোটি! বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে যা প্রথম।

`গ্লোবাল ভিলেজ’ তথা ভুবনগ্রামেও আরটিভি’র পদচারণা ইর্ষণীয়। যার প্রমাণ মেলে ফেসবুকের চলমান অবস্থান। বিশ্বে সব মিলিয়ে টেলিভিশন চ্যানেল আছে প্রায় ১৫ হাজার।

এদের মধ্যে আরটিভি’র অবস্থান ৬০তম! এমন বাস্তবতায় এখন থেকে কেবল টেলিভিশনেই নয়, জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতেও দায়িত্ববোধ পালনের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে আরটিভি।

আজ ও আগামীর পথ চলায় মানুষের প্রত্যাশা পূরণে আরো উদ্যোগী, সাহসী ও যত্নবান হওয়ার মধ্য দিয়ে ‘কোটি প্রাণের আরটিভি’ছড়িয়ে যেতে চায় শত কোটি প্রাণে!

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh