• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আরটিভিতে সপ্তাহব্যাপী ‘মোশাররফ উৎসব’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুন ২০১৮, ১৫:৩৩
ছবি: নাটকের দৃশ্যে মোশাররফ করিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আরটিভির পর্দায় প্রচার হবে ‘মোশাররফ উৎসব’। সাত দিনব্যাপি ‘মোশাররফ উৎসব’ প্রচার হবে ঈদের দিন হতে ৭ম দিন পর্যন্ত। এই আয়োজনে প্রতিদিন রাত ৭ টা ১০ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম অভিনীত নাটক।

গুলজার

ঈদের দিন প্রচার হবে ‘গুলজার’। আশরাফুল চঞ্চলের লেখা নাটকটি পরিচালনা করেছেন আলমগীর রুম্মান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারহানা মিলি প্রমুখ।

জীবন বাবুর চিঠি

ঈদের ২য় দিন প্রচার হবে ‘জীবন বাবুর চিঠি’। মাসুম শাহরিয়ারের লেখা নাটকটি পরিচালনা করেছেন জাহিদুর রহমান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, আনন্দ খালেদ প্রমুখ।

সোনা বউ

ঈদের ৩য় দিন প্রচার হবে ‘সোনা বউ’। জুয়েল মাহমুদের লেখা নাটকটি পরিচালনা করেছেন আর এইচ সোহেল। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

লক্ষ্মী ছেলে

ঈদের ৪র্থ দিন প্রচার হবে ‘লক্ষ্মী ছেলে’। দয়াল সাহার লেখা নাটকটি পরিচালনা করেছেন শামস্ করিম। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আনিকা কবির শখ, রিফাত চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

ফেরারি মন

ঈদের ৫ম দিন প্রচার হবে ‘ফেরারি মন’। মুরাদ আহমেদের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, স্বাগতা, সাব্বির আহমেদ প্রমুখ।

শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে

ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে’। মেহরাব জাহিদের লেখা নাটকটি পরিচালনা করেছেন মোরসালিন শুভ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মোনালিসা প্রমুখ।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে মোশাররফ করিম-তানিয়া বৃষ্টির ‘কপাল মন্দ’
‘ছেলেবেলার সঙ্গে এখনকার ঈদের বিস্তর ফারাক’
‘হাতকড়া’ নিয়ে প্রকাশ্যে হিমি-মোশাররফ করিম
আমি একটা তেলাপোকাও মারতে পারি না : মোশাররফ করিম
X
Fresh