• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

‘দর্শকের ঈদ হবে রাশিয়ায়, সিনেমা হলে নয়’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মে ২০১৮, ১১:০৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ উন্মাদনার মাঝে এবারের ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা কতোটা দর্শক টানতে পারবে তা নিয়ে অনেকেই সন্দিহান। কেউ কেউ মনে করছেন, রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বে, তেমন ব্যবসাসফল হবে না।

এদিকে ঈদে সাফটা চুক্তির আওতায় ভারতীয় সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না দেয়ার নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ফলে এবারের ঈদে দেশীয় সিনেমা দর্শক মাতাবে বলে ধারণা অনেকের।

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘এবারের ঈদে চলচ্চিত্র নিয়ে মারামারি না করে ২-৩টি দেশীয় ছবি রিলিজ দেয়া হোক, সেগুলো হিট সুপারহিট হলেই আমরা খুশি। কারণ আমাদের দর্শকের এবারের ঈদ হবে রাশিয়ায়, সিনেমা হলে নয়। আমার চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা হতে এমনটি বলছি।’

--------------------------------------------------------
আরও পড়ুন : ১০০তম পর্বে ‘এই রাত তোমার আমার’
--------------------------------------------------------

এবারের ঈদে ওমর সানী অভিনীত ‘চিটাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটিও মুক্তির মিছিলে রয়েছে। এই ছবিটিতে আরও অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী।

ওমর সানী বলেন, ‘স্বার্থপরের মতো আরেকটি কথা বলতে চাই। এবারের ঈদে আমার একটি সিনেমা আসছে। নাম ‘চিটাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। অভিনয়ে শাকিব খান, বুবলী, ওমর সানী ও মৌসুমী। মজার ছবি, দেখে দর্শক তৃপ্ত হবে। আমি চাই এ ছবিটি ব্যবসাসফল হোক।’

আরও পড়ুন :

পিআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোটরসাইকেল শোডাউন দিয়ে ‘ডেডবডি’র প্রচারণা, বিশুদ্ধ পানি বিতরণ
ঈদে ভালো নেই ওমর সানী
‘ডেডবডি’র ট্রেলারেই উত্তাল নেটদুনিয়া (ভিডিও)
ঝড়ে লণ্ডভণ্ড ওমর সানীর ‘চাপওয়ালা’
X
Fresh