• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ইরফানকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ

বিনোদন ডেস্ক

  ১২ এপ্রিল ২০১৮, ১৩:৩৭
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা ইরফান খান গুরুতর অসুস্থ। কোনো কোনো সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে আর এক মাস বাঁচবেন ইরফান। এতে এই অভিনেতার স্বজনরা ভীষণভাবে চটেছেন। ইরফানের এক মুখপাত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে।

ইরফানের মুখপাত্র বলেছেন, ‘বলিউড তারকা ইরফান খান এখন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। তার অসুস্থতা নিয়ে কোনো রকম গুজব ছড়াবেন না।’

ইরফান খান নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। কিছুদিন আগে এক টুইট বার্তায় ইরফান বলেন, ‘নিউরো’ শুনেই কেউ যেন ব্রেনের অসুখ না ভাবেন। সবচেয়ে সহজ, গুগল করে দেখে নিন। চিকিৎসকরা জানিয়েছেন, ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’ শরীরের যে কোনো জায়গায় হতে পারে। তবে মূলত অন্ত্র, ফুসফুস, অগ্ন্যাশয় ও এন্ডোক্রিন গ্ল্যান্ডগুলোতে হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন :অপুর নাচে মুগ্ধ সবাই
--------------------------------------------------------

তবে ইরফানের ঠিক কোন ধরনের নিউরোএন্ডোক্রিন টিউমার হয়েছে জানা নেই, তাই এ নিয়ে কথা বলতে রাজি নন চিকিৎসকেরা। তাদের কথায়, তার রোগ সম্পর্কে বিস্তারিত না জেনে নতুন করে জল্পনা না করাই ভালো।

এদিকে কেউ কেউ গুজব ছড়িয়েছেন ইরফান খান ক্যানসারের লাস্ট স্টেজে আছেন। এমন গুজব বন্ধ করার অনুরোধ করেছেন এই অভিনেতার মুখপাত্র।

আরও পড়ুন :

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে গোপনে তৃষ্ণার্তদের পাশে দাঁড়ালেন ইরফানপুত্র
অকালে ঝরে যাওয়া বলিউডের নক্ষত্র ইরফান খান
X
Fresh