• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

সিনেমায় ২৪ বছর মৌসুমীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০১৭, ১৬:১১

ঢালিউডের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ক্যারিয়ারে ২০ বছর পূর্ণ করলেন। 'কেয়ামত থেকে কেয়ামত' ছবির মাধ্যমে ১৯৯৩ সালের ২৫ মার্চ অভিষেক ঘটে তার। ছবিতে তার নায়ক ছিলেন সালমান শাহ। পরিচালনা করেন সোহানুর রহমান সোহান।

প্রথম ছবি দিয়েই বাজিমাত করা এ নায়িকা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। ক্যারিয়ারে তুলে নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মৌসুমী বলেন, এতটা বছর মনে হচ্ছে হঠাৎ করেই চলে গেলো। আব্বুর কথা খুব মনে পড়ছে। সেই সঙ্গে আমার প্রথম চলচ্চিত্রের হিরো সালমান এবং মান্না ভাইয়ের কথা মনে পড়ছে আজ। কৃতজ্ঞ ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ ভাইয়ের কাছে যিনি তার ক্যামেরা দিয়ে আমাকে প্রথম দেখেন এবং পরে রফিকুর রহমান রেকু ভাই। কৃতজ্ঞ প্রয়াত সাংবাদিক বড় ভাই শ্রদ্ধেয় আওলাদ ভাইয়ের কাছে।

তিনি আরো বলেন, মা, দুই বোন ইরিন, স্নিগ্ধা সবসময় আমার পাশে থেকেছে। যে মানুষটির ভালোবাসায় এবং সহযোগিতায় আমি পরিপূর্ণ তিনি আমার স্বামী ওমর সানী।

কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, দেনমোহর, বিশ্বপ্রেমিক, গরীবের রানী, লুটতরাজ, আম্মাজানসহ বহু হিট সুপার হিট ছবি উপহার দিয়েছেন মৌসুমী।

মৌসুমী এখন 'দুলাভাই জিন্দাবাদ' এবং 'পবিত্র ভালোবাসা' নামের দু'টো ছবিতে অভিনয় করছেন।

ক্যারিয়ারে ২৪ বছর পূর্ণ করায় আরটিভি অনলাইন পরিবারের পক্ষ থেকে এ প্রিয়দর্শিনী অভিনেত্রীকে শুভকামনা।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh