logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৭
আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৫:১৩

ভুটানকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ

ভুটানকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ
সাউথ এশিয়ান গেমসে (এসএ) নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো ব্যাটে বলে কিছুই করতে পারেনি ভুটান। জয়ের জন্য মাত্র ৭০ রান তাড়া করতে নামা বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৬.৫ বল খেলেই। হাতে থাকে সবগুলো উইকেট।

সৌম্য সরকার ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২৮ বলে অপরাজিত ৫০ রান করেন এই ম্যাচে। সঙ্গী ওপেনার নাঈম শেখ অপরাজিত ১৬ রান করেন।

প্রথমে ২০ ওভার খেলে ভুটান ৭ উইকেট হারিয়ে তুলে ৬৯ রান। তবে টি- টোয়েন্টিতে এতো মামুলি পুঁজি নিয়ে আর যাই হোক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়া যায় না। ভুটানও তার ব্যতিক্রম হতে পারেনি।

জয়ের জন্য চাই ৭০ রান। আর বাংলাদেশ পাওয়ার প্লে’র ৬ ওভারেই তুলে নেয় কোন ক্ষতি ছাড়া ৬০ রান!

শুরুতে ভুটানের দুই ওপেনার ওয়াংচুক জুনিয়র ও জেএন দর্জি দুজনেই বুঝে শুনে খেলতে থাকেন। সেই লক্ষ্যে ভুটানের ওপেনাররা সফলই হন। পাওয়ার প্লেতে কোন উইকেট হারায়নি ভুটান। প্রথম উইকেট পড়ে দলীয় ২৩ রানে। তখন ইনিংসের নবম ওভারের খেলা চলছে! তবে ওপেনিং জুটি ভাঙ্গার পর ভুটানের ব্যাটিং যেন তাসের ঘরের মতো ধসে পড়ে।

২০ ওভারে ৭ উইকেটে ৬৯ রানে থেমে যায় ভুটান।

সংক্ষিপ্ত স্কোর: ভুটান ৬৯/৭ (২০ ওভারে, ওয়াংচুক জুনিয়র ১৫, দর্জি ১২, সিঙ্গে ১৩, মানিক খান ২/৯, তানভীর ১/১৩, আফ্রিদি ১/১৩, মেহেদি হাসান রানা ১/১৮, সৌম্য ১/১৫)। বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল:  ৭৪/০ (৬.৫ ওভারে, সৌম্য ৫০, নাঈম শেখ ১৬)।

আরো পড়ুন

এমকে

RTVPLUS