logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

বঙ্গবন্ধু বিপিএল দিয়েই জাতীয় দলে ফিরতে চান তাসকিন

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:০৮ | আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:৪২
Taskin Ahmed
তাসকিন আহমেদ || ছবি- সংগৃহীত
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত বোলিং করে সম্পূর্ণ ফিট প্রমাণ দিয়েছেন তাসকিন আহমেদ। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন এই পেসার। বৃহস্পতিবার দুপুরে অনুশীলনের ফাঁকে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। জানিয়েছেন জনপ্রিয় এই ক্রিকেট লিগের মাধ্যমেই জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন বলেন, ‘চেষ্টা করবো সুস্থ থাকার, চেষ্টা করছিও যেভাবে ফিট থাকা যায়। লক্ষ্যই এখন একটা সামনের বিপিএল ভালো খেলা। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ভালো খেলার। ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে খেলার সুযোগ পাই এটাই আমার লক্ষ্য।’

তাসকিনের মূল শক্তিই হচ্ছে গতি। যদিও তার মতে ছোট ফরম্যাটের ক্রিকেটে শুধু গতি দিয়েই ভালো ফল পাওয়া সম্ভব নয়। 

‘আসলে গতিতো আছেই সেই সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে সব বলই জোরে করা যাবে না। ভ্যারিয়েশনটা গুরুত্বপূর্ণ। চেষ্টা করবো পরিস্থিতি বুঝে দলের চাহিদা পূরণ করার। এটাই লক্ষ্য থাকবে।

বিপিএলের সব শেষ আসরে মাত্র ১২ ম্যাচে ২২ উইকেট তুলে নিয়েছিলেন ডান-হাতি এই পেসার। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়। শেষ পর্যন্ত দ্বিতীয় সেরা বোলার হয়েছিলেন তাসকিন। এবারের টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যাশা ধারাবাহিক হওয়া।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বিপিএলে খেলবেন তাই বিগব্যাশ ছেড়েছেন রাসেল
---------------------------------------------------------------

‘আশাতো থাকবেই আগের থেকে ভালো করার। কিন্তু দিনশেষে এটা একটা খেলা। ভালো খারাপ হবেই। আমি চেষ্টা করবো সর্বোচ্চটা দিতে প্রত্যেকটা ম্যাচে। যাতে আমার কারণে রংপুর রেঞ্জার্স ম্যাচ জিততে পারে।’ যোগ করেন তাসকিন।

নিজের প্রথম বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে মাত্র ৪ ম্যাচে ৮ উইকেট তুলেছিলেন। এই টুর্নামেন্ট থেকেই নজর কেড়েছিলেন তাসকিন।।

‘আসলে বিপিএল আমি খুব উপভোগ করি। আমার খুব ভালো লাগে বাংলাদেশের সেরা টুর্নামেন্ট। আর অনেক তারকা খেলোয়াড় থাকে, দ্রেসিং রুম শেয়ার করা হয় তো একটা আমেজ থাকে। আমার মধ্যে একটা আনন্দ কাজ করে বিপিএলে, উপভোগ করি।’

ওয়াই

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বঙ্গবন্ধু বিপিএল এর সর্বশেষ
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়