logo
  • ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২০, ৮ অগ্রহায়ণ ১৪২৭

শক্ত হও আমার ভাই, সাকিবকে জামাল

  আরটিভি অনলাইন রিপোর্ট

|  ৩০ অক্টোবর ২০১৯, ০৯:৪৭ | আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৪:৩৪
সাকিব জামাল আইসিসি বিসিবি
সাকিব আল হাসান সাময়িক নিষিদ্ধ। ১ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে থাকতে হচ্ছে দূরে। ফিক্সিং কাণ্ডে না জড়ালেও জুয়াড়ির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সেটি আইসিসির কাছে না জানানোর কারণে এমন সমস্যায় পড়তে হলো তাকে। এই ঘটনায় সাকিবের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

মঙ্গলবার রাতে এই তারকা মিডফিল্ডারের অফিসিয়াল পেজে একটি স্ট্যাটাস দেয়া হয়। সেটি বাংলায় তুলে ধরা হলো।

জামাল বলেন, এটা শুনতেই অবাক লাগে বিশ্বসেরা অলরাউন্ডার ১ বছরের জন্য নিষিদ্ধ। তিনি কোনও ফিক্সিংয়ের সঙ্গেও জড়িত ছিলেন না। এই খেলার কিংবদন্তি তিনি। বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি অবশ্যই এর থেকে ভালো কিছু পাওনা।

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কে নিজের ভাই হিসেবে উল্লেখ করে জাতীয় ফুটবল দলের অধিনায়ক বলেন, ‘শক্ত হও, আমার ভাই সাকিব আল হাসান। আশা করি খুব দ্রুত আরও শক্তিশালী হয়ে ফিরবে তুমি।’

ওয়াই/পি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪৪৭৩৪১ ৩৬২৪২৮ ৬৩৮৮
বিশ্ব ৫৮৬১২৯৯৫ ৪০৫৭৫৯৪৭ ১৩৮৮৭১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • ক্রিকেট এর সর্বশেষ
  • ক্রিকেট এর পাঠক প্রিয়