• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

এই হারের দায়ভার কার?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:১৪

ফুটবলের সৌজন্যে ট্রেবল জয় শব্দটির সঙ্গে কম বেশি সবাই পরিচিত। এবার ক্রিকেটে বাংলাদেশের সামনে সুযোগ ছিল ট্রেবল জয়ের। টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ে ডাবল পূর্ণ করে আর মাত্র এক ধাপ পিছিয়ে রয়েছে প্রথম বারের মতো পূর্ণাঙ্গ সিরিজ জয়ের হাতছানি থেকে। সেই লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বেশ বড় একটা ধাক্কা খেল টাইগাররা। সিলেটে আজ সোমবার প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হলো ৮ উইকেটের বড় ব্যবধানে।

ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ একপ্রকার আধিপত্য করেই জিতেছে স্টিভ রোডসের শিষ্যরা। তাই প্রথম টি-টোয়েন্টিতে দৃষ্টিকটু হার ক্ষতের সৃষ্টি করেছে খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টদের মধ্যে। হয়ত এজন্যই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এলেন না টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। পাঠানো হয়েছিল টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে।

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দায়ভার যে তার উপরেই বর্তায়। দক্ষিণ আফ্রিকান সাবেক এই ব্যাটসম্যান দায় সারলেন ব্যাটসম্যানদের তাড়াহুড়া ব্যাটিংয়ের উপর দিয়ে। তিনি বলেন, 'আমরা বেশ কিছু দিন পর টি-টোয়েন্টি খেললাম। ৫০ ওভারের ক্রিকেট আর ২০ ওভারের ক্রিকেটে অনেক পার্থক্য আছে। আমার মনে হয়, আমরা ব্যাটিংয়ে তাড়াহুড়া করেছি।'

এছাড়া নেট অনুশীলনে বড় শর্টের দিকে বেশি মনোযোগ ছিল তার ছাত্রদের বলে মনে করেন ম্যাকেঞ্জি, 'আমরা নেটে প্রচুর বড় শট অনুশীলন করেছিলাম। তবে আপনার গেম প্ল্যান আর নির্দিষ্ট বোলারের ওপর আপনি কতটা কার্যকর হবেন তার ওপর এর সাফল্য নির্ভর করে।'

সংবাদ সম্মেলনে না আসলেও ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটসম্যানদের উপর নিজের ক্ষোভ ঝাড়লেন এদিনের সেরা ব্যাটসম্যান সাকিব। দলের সবার আসা-যাওয়ার ভেতরে একমাত্র তিনিই করেছেন সর্বোচ্চ ৬১ রান। তাই বাকিদের ব্যর্থতার দায়ভার নিতে রাজি নন দেশ সেরা এই অলরাউন্ডার, 'বাকি ব্যাটসম্যানরা কেনো ভালো করতে পারেনি সেটা তাদেরকেই জিজ্ঞেস করুন। আমি তো সবার হয়ে উত্তর দিতে পারব না। আমি যেটা বললাম, আজকে কোনও কিছুই পক্ষে আসেনি।'

প্রথম টি-টোয়েন্টি হারের দায়ভার কেউ নিতে না চাইলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে চাইবেন দলের সবাই।

এস

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৫ মে)
আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে বাধা লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি
ফের ৪০ বিজিপি সদস্যের বাংলাদেশে প্রবেশ
X
Fresh