DMCA.com Protection Status
  • ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬

পাকিস্তানের বিপক্ষে অজি টেস্ট দলে চমক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৪ | আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৫
সংযুক্ত আরব আমিরাত এশিয়া কাপ খেলেই পাকিস্তান দলকে নামতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে। ৭ অক্টোবর থেকে শুরু হবে প্রথম ম্যাচ। এরপর ১৬ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দলে জায়গা হয়নি গ্ল্যান ম্যাক্সওয়েলের। তবে জায়গা হয়েছে আদিবাসী ক্রিকেটার ব্রেন্ডন ডগেটের। ডগেট ছাড়াও এই দলে রয়েছেন ট্রাভিস হেড, মার্নাস ল্যাবাসচাগনি ও মাইকেল নাসেরের মতো নতুন মুখ।

নির্বাচকরা বড় চমক দিয়েছেন অ্যারন ফিঞ্চকে টেস্ট দলে নিয়ে। এই ক্রিকেটার এখন পর্যন্ত খেলেছেন ৯৩টি ওয়ানডে ম্যাচ আর ৪২টি টি-টোয়েন্টি ম্যাচ। এখন তার টেস্ট অভিষেকের অপেক্ষা।

এছাড়াও এই দলে ফিরেছেন দুই বছর ধরে দলের বাইরে থাকা পিটার সিডল।

টিম পেইনের নেতৃত্বে ১৫ সদস্যের অস্ট্রেলিয়া টেস্ট দল

টিম পেইন (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ব্রেন্ডন ডগেট, অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড, জন হোলান্ড, উসমান খাজা, মার্নাস ল্যাবাসচাগনি, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, মাইকেল নাসের, ম্যাট রেনশো, পিটার সিডল ও মিচেল স্টার্ক।

আরও পড়ুন  :

এমআর/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়