• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

দূর থেকে করতালি দিয়ে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার অভিনন্দন

স্পোর্টস ডেস্ক

  ০৩ আগস্ট ২০২১, ২৩:১৭
অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা

কারনোভাইরাস প্রটোকলের নামে অজিদের কঠোর শর্ত যেন অনেক আগেই বাড়াবাড়িতে রূপ নিয়েছে। বিমান বন্দর থেকে শুরু করে ইমিগ্রেশন পার হওয়া, হোটেলে বাইরের কাউকে প্রবেশ করতে না দেয়া এবং অনুশীলনের সময় সাংবাদিকদের মিরপুর স্টেডিয়ামের নর্দান প্লাজার দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় পাঠানো- সবই যেন অতিরঞ্জিত।

মঙ্গলবার (৩ আগস্ট) প্রথম ম্যাচের টসের সময় আগে খেলোয়াড়দের তালিকা পরিবর্তনের ক্ষেত্রে অজি অধিনায়ক ম্যাথ্যু ওয়েডেকে বেশ সতর্ক দেখা গেছে। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হাত থেকে কোনোরকমে প্লেয়ার্স লিস্ট নেন অজি অধিনায়ক।

এদিকে খেলা শেষ হওয়ার পর দেখা যায়, ম্যাচ শেষে টাইগারদের করতালি দিয়ে অভিনন্দন জানায় অজি ক্রিকেটার থেকে শুরু করে কোচ, স্টাফ সবাই।

প্রসঙ্গত, খেলার আগের দিন অস্ট্রেলিয়া দল থেকে জানানো হয়, খেলা শেষে বাংলাদেশ দলের সঙ্গে হ্যান্ডশেক করবেন না তারা। করোনা সময় কারো সঙ্গেই তারা হাত মেলায় না বলেও জানানো হয়।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh