• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিরতির আগে আবারও রাহীর আঘাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৬
pakistan-vs-bangladesh
ছবি- সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। ব্যাট হাতে মাঠে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ২ রানে আবু জায়েদ রাহীর বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে শূন্য হাতে ফেরেন আবিদ আলী।

এরপর অধিনায়ক আজহার আলীকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন ওপেনার শান মাসুদ। দুজনে মিলে ৯৩ রানের জুটি গড়েন।

২৩তম ওভারের দ্বিতীয় বলে আবারও সফল রাহী। স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন আজহার। ৫৯ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন ডান-হাতি এই ব্যাটসম্যান।

লাঞ্চ বিরতির আগে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৯৫ রান। ৮৩ বলে ৫৯ রান করে অপরাজিত আছেন শান মাসুদ। তার ক্রিজে রয়েছেন ১৪ বল খেলে রানের খাতা খুলতে না পারা বাবর আজম।

এর আগে প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন মোহাম্মদ মিঠুন। শান্ত ৪৪, লিটন ৩৩, মুমিনুল হক ৩০ ও মাহমুদুল্লাহ রিয়াদ করেন ২৫ রান।

পাকিস্তানের হয়ে চারটি উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি। হারিস সোহেল ও মোহাম্মদ আব্বাস দুটি করে উইকেট লাভ করেন। একটি উইকেট তুলেছেন নাসিম শাহ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন নাগরিকদের পাকিস্তান সফরে যেতে সতর্ক করল যুক্তরাষ্ট্র
X
Fresh