logo
  • ঢাকা শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ১৫ জন, আক্রান্ত ২০২৯ জন সুস্থ ৫০০ জন, নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৩১০টি: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের চমকে দেয়ার সামর্থ্য আছে: আজহার আলী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৪
pakistan vs bangladesh
বাংলাদেশের অধিনায়ক ‍মুমিনুল হক ও পাকিস্তানের অধিনায়ক আজহার আলী
২০০৯ সালে পাকিস্তান-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলাকালে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। ১০ বছর পর প্রথমবারের মতো গেল ডিসেম্বরে দেশটিতে টেস্ট খেলেছে লঙ্কানরা। দীর্ঘ বিরতির মাঝে আর কেউেই টেস্ট খেলার জন্য সফর করেনি পাকিস্তানে। দ্বিতীয় দল হিসেবে বর্তমানে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে দুই দল। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১ টায়। এই ম্যাচের আগে সফরকারীদের মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্বাগতিক অধিনায়ক আজহার আলী। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। 

‘বাংলাদেশ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। যেকোনও সময় তারা চমকে দিতে পারে। তাই আমরা তাদকে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছি না। তাদের দলেও রয়েছে ম্যাচ উইনার।’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা মোটেও সুবিধার নয়। পাকিস্তানের সঙ্গে শেষ পাঁচ দেখায় চারটিতে হেরেছে আর একটি ম্যাচ ড্র হয়েছে। পাকিস্তানের মাঠে এবার আরও বড় পরীক্ষা। সাকিব আল হাসানের সঙ্গে মুশফিকুর রহিমকেও পাচ্ছে না টাইগাররা। শেষবার ২০১৫ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। পাঁচ বছর পর বাংলাদেশ দলে হয়েছে বেশ পরিবর্তন।

‘অবশ্যই তাদের দলের সেরা দুইজন খেলোয়াড় না থাকাটা প্রভাব পড়বে। যেহেতু ঘরের মাঠে খেলা সেহেতু কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবো আমরা। তবে বাইরে থেকে কিছুই সম্ভব না। মাঠের খেলাতেই জয় তুলে নিতে হবে।’

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪০৩২১ ৮৪২৫ ৫৫৯
বিশ্ব ৫৭৮৮৯২৮ ২৪৯৭৯৫৩ ৩৫৭৪২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর সর্বশেষ
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়