• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কাতার হয়ে পাকিস্তানের পথে বাংলাদেশ দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৫
bangladesh vs pakistan
সাম্প্রতিক ছবি

বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি কোনও ফ্লাইট নেই। প্রথম দফায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ভাড়া করে সফর করেছিল বাংলাদেশ দল। এবার দ্বিতীয় দফায় টাইগার বাহিনী ঢাকা ছেড়েছে কাতার এয়ারওয়েজের একটি বিমানে। যা কাতারের রাজধানী দোহা হয়ে পাকিস্তানের ইসলামাবাদ পৌঁছবে।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। দোহায় যাত্রা বিরতি পর অন্য একটি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ সময় বুধবার সকালে পাকিস্তান অবতরণ করবে মুমিনুল হকের দল।

জানুয়ারির শেষ সপ্তাহে প্রথম ধাপে তিনটি টি-টোয়েন্টি খেলে দেশে ফেরত আসে লাল-সবুজরা। এবার দ্বিতীয় সফরে একটি টেস্ট ম্যাচে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিলো বাংলাদেশ দল।

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সড়ক পথে রাওয়ালপিন্ডিতে যাবে তামিম ইকবাল-মাহমুদুল্লাহ রিয়াদরা। ৪৫ মিনিটের মধ্যেই টিম হোটেলে পৌঁছে যাবার কথা রয়েছে সফরকারীদের।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হবে সাদা পোশাকের একমাত্র ম্যাচটি। তৃতীয় দফায় আগামী এপ্রিলে একটি করে ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলবে দল দুটি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন নাগরিকদের পাকিস্তান সফরে যেতে সতর্ক করল যুক্তরাষ্ট্র
X
Fresh