• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখাবে না দেশি কোনও চ্যানেল!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০২০, ২০:৩৮
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখাবে না দেশি কোনো চ্যানেল!

চব্বিশ ঘণ্টাও বাকি নেই বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরুর। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে শুরু হবে ম্যাচ।

দীর্ঘ ১২ বছর পর পাকিস্তান সফরে বাংলাদেশ। স্বাভাবিক ভাবেই দুই দেশের দর্শকদের মাঝে এই সিরিজকে ঘিরে উত্তেজনার কমতি নেই। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।

মাঝে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ, টাইগাররা প্রায় দুই মাস পর ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটে। দীর্ঘ এই অপেক্ষার সঙ্গে যুক্ত হয়েছে শঙ্কা, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দেখাবে কোনও চ্যানেল!

সাধারণত বাংলাদেশের ম্যাচগুলো গাজী টিভি, মাছরাঙ্গা টিভি, চ্যানেল নাইন ও বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করে থাকে।

কিন্তু গাজী টিভি ও মাছরাঙ্গা টিভির সঙ্গে যোগাযোগ করে জানা যায়, এই দুই চ্যানেলের কোনও চ্যানেলই দেখাবে না বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। বিটিভি ও চ্যানেল নাইনের সঙ্গে করা যায়নি যোগাযোগ।

দেশীয় কোনও চ্যানেলে না দেখালেও পাকিস্তানের চ্যানেল পিটিভি ও সনি ইএসপিএন এইচডি সম্প্রচার করবে এই সিরিজ। আগামীকাল ২৪ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ এবং ২৫ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে শেষ দুটি ম্যাচ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh