logo
  • ঢাকা শনিবার, ০৬ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৮২৮ জন, মৃত্যু ৩০ জন, সুস্থ ৬৪৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১১ মার্চ ২০২০, ১১:৩৭
bangladesh-vs-zimbabwe LIVE
ছবি- সংগৃহীত
সিরিজের শেষ ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুধবার জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছটায়। 

সিরিজের ইতি টানার ম্যাচে টাইগারদের সুযোগ স্কোয়াডের গভীরতা পরখ করার। আর সম্মানজনক বিদায়ের প্রত্যাশায় সফরকারীরা।

একমাত্র টেস্ট ইনিংস ব্যবধানে জয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দাপটের সঙ্গে হোয়াইটওয়াশ। প্রথম টি-টোয়েন্টিও কমান্ডিং স্টাইলে জিতে নিয়েছে বাংলাদেশ। এবার সুযোগ সিরিজ হোয়াইটওয়াশ।

অনেক দিন পর টি-টোয়েন্টি মেজাজে খেলতে দেখা গেছে টাইগারদের। ব্যাটসম্যানদের পর, বোলাররাও ঠিক মতো পালন করেছেন নিজেদের দায়িত্ব। 

আত্মবিশ্বাসী বাংলাদেশ শেষ ম্যাচে তাই নিজেদের বেঞ্চের শক্তি পরখ করতে পারে। সেক্ষেত্রে অভিষেক হতে পারে পেসার হাসান মাহমুদ ও বা-হাতি স্পিনার নাসুম আহমেদের। তবে ব্যাটিংয়ে লিটন-তামিমেই আস্থা রাখার সম্ভাবনা টাইগারদের। 

এদিকে ছঁন্দ খুঁজে পাচ্ছে না জিম্বাবুয়ে। শেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে যে লড়াকু মনোভাব দেখিয়েছে বাংলায় এসে সেটা হারিয়ে খুঁজছে সফরকারীরা। 

ফিল্ডিং দুর্বলতায় স্পষ্ট হয়েছে দলটির মনোযোগের ঘাটতি। শক্তির বিচারে টি-টোয়েন্টিতে ভাল করার সম্ভাবনা বেশি থাকলেও প্রথম ম্যাচে তাদের কোনোও পরিকল্পনাই কাজ করেনি। 

তারপরও মিডল অর্ডার ব্যাটিংই মূল ভরসা জিম্বাবুয়ের। আর বোলারদের অকার্যকারীতা ও সঠিক দলীয় সমন্বয় সন্ধানে একাদশে পরিবর্তন নিশ্চিত রোডেশীয়দের।

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৬০৩৯১১২৮০৪৮১১
বিশ্ব ৬৭০২৬৬২ ৩২৫১৫৪৪ ৩৯৩২১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর সর্বশেষ
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়