• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

নাঈমের তৃতীয় আঘাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৮
Nayeem Hasan
ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ের সলিড টেস্ট ব্যাটিংয়ে দিশেহারা হবার উপক্রম টাইগার বোলারদের। দিনের শুরুতে মাত্র ৭ রানের মাথায় কেভিন কাসুজাকে ফিরিয়ে আবু জায়েদ রাহীর উল্লাসটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

প্রথম সেশন কাটে ওই কাসুজার উইকেট নিয়েই। প্রথম উইকেটের জুটিতে প্রিন্স মাসাভুরে আর ক্রেইগ আরভিনের জুটি বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দেয় বলা যায়। এই দুই জনের জুটি বড় রানের আভাস দেয় জিম্বাবুয়েকে।

শেষ পর্যন্ত মধ্যাহ্ন বিরতির পর জুটি ভাঙ্গে দলীয় ১১৮ রানের মাথায়। মাসাভুরে ও আরভিনের জুটি থেকে আসে ১১১ রান।

৪৮ ওভার এক বলের মাথায় নাঈম হাসানের করা বলে ক্যাচ তুলে দেন ৬৪ রান করা মাসাভুরে। এরপর ৫০ ওভার চার বলের মাথায় আবারও নাঈমের আঘাত জিম্বাবুয়ে শিবিরে।

অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে মাত্র ১০ রানে ফেরান নাঈমই। রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন টেইলর।

চার বিরতির দ্রুত রান তুলতে মনোযোগ দেয় সফরকারীরা। অধিনায়ক আরভিনকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন সিকান্দার রাজা।

৭১তম ওভারের প্রথম বলে নাঈমের তৃতীয় শিকার হন রাজা।। ৬২ বলে ১৮ রান করে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ধরা পড়েন ডান-হাতি এই ব্যাটসম্যান।

৭২ ওভার পর্যন্ত ৪ উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৭৫ রান।

১৭৩ বলে ৭৩ রান করা অধিনায়ক আরভিনের সঙ্গে যোগ দিয়ে ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিমিসেন মারুমা।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক(অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ

প্রিন্স মাসাভুরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, তিমিসেন মারুমা, রেগিস চাকাবা, ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নায়ুচি, আইনসলে এনদোভু ও চার্লটন টিসুমা।

ওয়ােই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের
জয় দিয়ে সিরিজ শুরুর পর যা বললেন টাইগার অধিনায়ক
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জিম্বাবুয়ের মান বাঁচানো পুঁজি
ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে মূল্যায়ন করতে বিসিবির নতুন উদ্যোগ
X
Fresh