• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের সামনে ২৮৩ রানের লক্ষ্য দিলো লঙ্কান একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৯, ১৪:১৯
BAN, SL, rtvonline
ছবি- বিসিবি

সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সামনে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। কলম্বোর পি সারা ওভালে মঙ্গলবার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল।

টাইগারদের পেস অ্যাটাক শুরুটা বেশ ভালোই করেছিল। ম্যাচের প্রথম ওভারেই নিরোশান ডিকভেলাকে ফিরিয়ে দেন রুবেল হোসেন। তিন বলে শূন্য রানে এলবিডব্লিউ ফাঁদে পড়ে বিদায় নেন লঙ্কানদের অধিনায়ক।

সপ্তম ওভারের পঞ্চম বলে আবারও রুবেলের আঘাত। এবার ১৪ বলে ২ রান করা ওসান্দা ফার্ন্দাদো ধরা পড়েন মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে।

পরের ওভারে আবারও ক্যাচ ধরেন সৈকত। তাসকিন রহমানের বলে ২৭ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন ধানুশকা গুনাথিলাকা।

দলের হাল ধরেন ভানুকা রাজাপাকশে ও শেহান জয়সুরিয়া। ৮২ রানের এই জুটি দলটিকে সুবিধাজনক স্থানে নিয়ে যায়।

তবে ২৬তম ওভারের পঞ্চম বলে সৌম্য সরকার এনে দেন ব্রেক থ্রু। সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ৪৯ বলে ৩২ করা ভানুকা।

তিন ওভার পর আঞ্জেলো পেরারাকে ফেরান মুস্তাফিজ। মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ১০ বলে ৭ রান করে ফেরেন পেরারা।

দলীয় ১৫৬ রানের মাথায় ৭৮ বলে ৫৬ রান করা জয়সুরিয়া বিদায় নেন। রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে সৌম্যর দ্বিতীয় শিকার হন তিনি।

৩০ বলে ২৮ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গা ফেরেন মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে। ফরহাদ রেজা তুলে নেন উইকেটটি।

২০ বল খেলে ৯ রান করা আকিলা ধনঞ্জয়াকে রান আউট করেন তামিম।

শেষ পর্যন্ত মাত্র ৬৩ বলে ৮৬ রান তুলে অপরাজিত ছিলেন দাসুন শানাকা। তার সঙ্গে ক্রিজে ছিলেন ৯ বলে ১৩ রান করা আমিলা আপোনসো।

নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের সংগ্রহ করে ২৮২ রান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রুবেল ও সৌম্য। একটি করে উইকেট তুলেছেন তাসকিন, মুস্তাফিজ ও ফরহাদ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh