• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় থেকেও ইডেনে নেই সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ নভেম্বর ২০১৯, ১৭:৫১
কলকাতায় থেকেও সেই সাকিব
ফাইল ছবি

ইডেন গার্ডেনসে দলের ভরাডুবি। সাকিব আল হাসান দেখছেন দূরে থেকেই। দলের নিয়মিত অধিনায়ক এখন নিজেকে নিয়ে পার করছেন ব্যস্ত সময়। সময় দিচ্ছেন পরিবারকে। এটাও বা কম কি।

সাকিবের বদলে মুমিনুল হককে অধিনায়ক করে টেস্ট দল পাঠানো হয়েছে ভারতে। প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার ডাক পাওয়া বাংলাদেশ দলের সঙ্গে নেই সাকিব।

জুয়াড়িদের দেয়া প্রস্তাব গোপন রাখায় এক বছরের নিষেধাজ্ঞার সঙ্গে পেয়েছেন এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা।

ম্যাচ গড়াপেটা না করেও দেশের সেরা অলরাউন্ডারের এমন দলের বাইরে থাকার প্রভাব পড়ছে ভারত সফরে দলের পারফরম্যান্সের উপর।

দলের সঙ্গে না থাকলেও সাকিব আছেন কলকাতায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শচীন টেন্ডুলকার, কপিল দেবদের মতো ইডেনে কত রথী-মহারথীর পা পড়ছে গোলাপি বলের টেস্টকে ঘিরে। কিন্তু সতীর্থদের খেলা দেখতে সাকিব যেতে পারছেন না ইডেন গার্ডেনসে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কলকাতায় এসেছেন সাকিব কিন্তু আইসিসি'র নিয়ম অনুযায়ী খেলা দেখার জন্য মাঠে থাকতে পারবেন না।

সাকিব কলকাতায় গিয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই। তাই কলকাতা গেলেও ইডেন থেকে দূরে রয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জায়েদ খানের স্বর্ণের ফোন ফেলে দেওয়ার রহস্য ফাঁস
‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে’
এবার জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব!
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
X
Fresh