• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

দিল্লির তুলনায় রাজকোটের পিচ ভালো মানের: রোহিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ নভেম্বর ২০১৯, ১৮:১২
rohit sharma
ছবি- সংগৃহীত

সমতায় ফিরতে মরিয়া ভারত। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে সাত উইকেটে হেরে বড় ধরনের সমালোচনায় পড়তে হয়েছে ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মাকে। দিল্লিতে টাইগারদের কাছে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং তিন বিভাগেই পরাস্ত হতে হয়েছে স্বাগতিকদের। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত টিম ইন্ডিয়া। এমনটাই জানিয়েছেন রোহিত। পাশাপাশি দিল্লির তুলনায় রাজকোটের পিচ বেশ ভালো মানের বলে উল্লেখ করেন তিনি।

গুজরাট প্রদেশের রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে নামবে দল দুটি। তার আগে বুধবার সংবাদ সম্মলনে হাজির ভারত দলপতি।

‘পিচ দেখে বেশ ভালোই মনে হয়েছে। রাজকোট সব সময়ই ব্যাট করার জন্য সেরা জায়গা। অনেক সময় এটা বোলারদের পক্ষেও থাকে। আমার মনে হয় এটা দিল্লি থেকে এই পিচটা আরও অনেক ভালো মানের।’

ফিরোজ শাহ কোটলা খ্যাত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অদম্য ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব ও আফিফ হোসেন দ্রুবরা। দুই তরুণ মিলে দুর্দান্ত স্পিন বোলিং উপহার দেয় বাংলাদেশকে।

রোহিত জানিয়েদিলেন নতুন ভেন্যুতে অন্যরকম পরিকল্পনা রয়েছে তার দলের। তিনি বলেন, আমরা দেখেছি দিল্লির পিচ অনেক চ্যালেঞ্জিং ছিল। বল গ্রিপ করছিল। অতিরিক্ত ঘুরছিল। এমন উইকেটে কখনই বড় সংগ্রহ করা সম্ভব নয়। রাজকোটের পিচ দেখে আমার মনে হচ্ছে দিল্লির তুলনায় এখানে আরও বেশি সুবিধা পাবো আমরা। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনাটাও ভিন্ন হবে।’

মঙ্গলবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ভারত দলের স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে হেরে তেমন কোনও চাপ নেই।

যদিও সুর পরিবর্তন করেছেন রোহিত। তিনি বলেন, ‘পারফর্ম করার জন্য দলের ওপর চাপ রয়েছে। নির্দিষ্ট কোনও বিভাগের ওপর নয়।’

অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, ‘দল হিসেবে হারতে হয়েছে, শুধু বোলিং বিভাগ হিসেবে হারেন। তাই পুরো দলের দিকে নজর দিতে হচ্ছে। সম্মিলিতভাবে আমাদের সবাইকে এক সঙ্গে নিজের সেরাটা দেয়া দরকার।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশের ভারত সফর এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিআইপি কার্ড পেলেন যে ১৮৪ ব্যবসায়ী
আইপিএলে খেলা নিয়ে যা বললেন তাসকিন
জিম্বাবুয়েও পারলো না লিটনকে ফর্মে ফেরাতে!
টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
X
Fresh