• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইমরুলের ভিন্ন অনুভূতি

আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২০, ১৯:১১
imrul kayes ballon d'or
ইমরুল কায়েস

‘প্রায় চার মাস পর আসলে ব্যাট ধরলাম, ব্যাটিং করলাম। ভিন্ন অনুভূতি। খুব ভালো লাগছে। যদিও বাসাতে আমরা ওয়ার্কআউট করেছি, রানিং বা জিম করেছি। কিন্তু ব্যাটিং করার অভ্যাস ছিল না। খুব ভালো লেগেছে। আশা করি এই সুযোগটা কাজে লাগাতে পারবো।’ দীর্ঘদিন পর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফিরে এমটাই বলেছেন ইমরুল কায়েস।

করোনার প্রভাবকে পাশ কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার প্রথম ধাপ ছিল এটি। ক্রিকেটারদের সুবিধা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বোচ্চ সর্তকতা রক্ষা করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় সময় ভাগ করে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ করে দেয়া হয়েছে।

সোমবার প্রচণ্ড বৃষ্টির মধ্যেই হাজির ইমরুল। অভিজ্ঞ এই ব্যাটসম্যান ইনডোরে ব্যাট করেছেন।

তিনি বলেন, ‘এখন একটা বিরতি আছে তাতে আমরা স্কিল ও ফিটনেস নিয়ে কাজ করতে পারবো। আমার মনে হয় ভালো সময় খেলোয়াড়দের জন্য, যদি আমরা সময়টা কাজে লাগাতে পারি। তাহলে স্কিল ও ফিটনেসের দিক দিয়ে আরেকধাপ এগিয়ে যেতে পারবো।’

এদিকে রোববার থেকে শুরু হয়েছে টাইগারদের ব্যক্তিগত অনুশীলন। মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম অনুশীলন সেড়েছেন মিরপুরে। এদিন যোগ দেন ইমরুল। চলতি সপ্তাহ অনুশীলন করবেন এই চার ক্রিকেটার।

আরও পড়ুন: মাঠে ফিরলেন টাইগাররা

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন ইমরুল কায়েস
X
Fresh