• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২০, ০৯:০২
real-madrid-2-0-alaves
ছবি-সংগৃহীত

করিম বেনজামা ও মার্কো অ্যাসেন্সিওর গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আলাভেসের বিপক্ষে ২-০ গোলের জয়ের রাতে লা লিগার শিরোপার দিকে আরও এগিয়ে গেল লস ব্লাঙ্কোসরা। আগামী দুই ম্যাচে জয় পেলেই চ্যাম্পিয়ন হবে রিয়াল।

শুক্রবার ঘরের মাঠ স্তাডিও আলফ্রেডো ডি স্তেফানোতে ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন বেনজেমা। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে স্প্যানিশ তারকা অ্যাসেন্সিও ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয় গোলটিতে সহায়তা করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার বেনজামা।

আলাভেসের বিপক্ষে এই জয়ে ফের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তুলনায় ৪ পয়েন্টে এগিয়ে গেলো মাদ্রিদের দলটি।

দুই দলেরই তিনটি করে ম্যাচ রয়েছে। জিনেদিন জিদানের শিষ্যরা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট তুলতে পারলেই লিগ শিরোপা নিশ্চিত করতে পারবে। লিওনেল মেসি নেতৃত্বাধীন বার্সা নিজেদের শেষ তিন ম্যাচের তিনটি জিতলেও লাভ হবে না।

যদি স্প্যানিশ লিগের শেষে শীর্ষ দুই দলের পয়েন্ট সমান থাকে তবু মুখোমুখি দেখায় বার্সেলোনার বিরুদ্ধে জয় থাকায় এগিয়ে থাকবে সার্জিও রামোসরা।

৩৫ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের মোট পয়েন্ট ৮০। সমান ম্যাচ থেকে কাতালানদের সংগ্রহ ৭৬ পয়েন্ট। অন্যদিকে ৩৫ পয়েন্ট তুলতে আলাভেস খেলেছে ৩৫ ম্যাচ। রয়েছে পয়েন্ট টেবিলের ১৭তম অবস্থানে।

আরও পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
X
Fresh