logo
  • ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৯ জন, আক্রান্ত ২৯০৭ জন, সুস্থ হয়েছেন ২০৬২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

কোভিড নেগেটিভ সিমন্স যোগ দিয়েছেন দলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
|  ০২ জুলাই ২০২০, ২১:৪৮ | আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:৫১
কোভিড নেগেটিভ সিমন্স যোগ দিয়েছেন দলে
ছবি- সংগৃহীত
ইংল্যান্ড সফরের নিশ্ছিদ্র নিরাপত্তা থেকে বের হয়ে শশুরের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে বরখাস্তের গুঞ্জনও শুনতে হয়েছে ক্যারিবীয় দলের হেড কোচ ফিল সিমন্সকে। শশুর বলে কথা তাই যেতেই হয়েছে তাকে। সেক্ষেত্রে অনুমতি নিয়েছিলেন টিম ম্যানেজমেন্টের।

করোনা ভাইরাসের ঝুঁকি থাকায় আগে থেকেই নিষেধ ছিল হোটেলের বাইরে যাওয়া যাবে না কারোর। কিন্তু সিমন্স যাওয়ার পর তার বরখাস্তের দাবি জানায় বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কনডে রিলে।

যদিও এসব কানে তুলেনি উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে সিমন্সকে থাকতে হয়েছে কোয়ারেন্টিনে। পরীক্ষা দিতে হয়েছে করোনার। নেগেটিভ হলে যোগ দেয়ার কথা ছিল দলের সঙ্গে বৃহস্পতিবার।

তার আগেই সিমন্স দলে যোগ দিয়েছেন করোনা নেগেটিভ হয়ে। আজ অনুশীলন ম্যাচের সময় ছিলেন দলের সঙ্গেই।

এনিয়ে সিমন্স বলেছেন, আমার সেখানে যাওয়া ছাড়া উপায় ছিল না। আমার যাওয়াটা তার (শশুর) পরিবারের জন্য বাড়তি সান্ত্বনা। এতে দলের কোনো ক্ষতি হবে না। আমার এবং দলের মূল ফোকাস খেলায় আছে। ছেলেরা অনুশীলন করছে মনোযোগ দিয়ে।

আগামী ৮ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দর্শক বিহীন সম্পুর্ণ জীবাণুমুক্ত মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

এমআর/

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৬০৫০৭ ১৫০৪৩২ ৩৪৩৮
বিশ্ব ২০০৩৬৪৭২ ১২৯০৭৫২৯ ৭৩৪১৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়