• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভারতীয় বাজিকরদের কবলে লঙ্কান ক্রিকেট!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২০, ১৫:১৯
ভারতীয় বাজিকরদের কবলে লঙ্কান ক্রিকেট!
ফাইল ছবি

এখনও লঙ্কা কাণ্ড ঘটেনি তবে রটেছে শ্রীলঙ্কায় নাকি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। আর এই টুর্নামেন্টে নাকি খেলবেন ২০১১ সালে ক্রিকেট থেকে অবসরে যাওয়া তিলকারত্নে দিলশান! এমন খবর প্রকাশিত হয় শ্রীলঙ্কার কয়েকটি গণমাধ্যমে।

বলা হচ্ছে চারটি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। দলগুলোর নাম ওয়েল্লাওয়া ভাইপার্স, মোনারেগালা হর্নেটস, বাডুল্লা সি ঈগলস ও মাহিয়াঙ্গাইনায়া ইউলিয়ন্স। যা শুরু হবার কথা ২৯ জুন আর শেষ হবে ৫ জুলাই।

এই টুর্নামেন্টের ভেন্যু ঠিক করা হয়েছে বাড়ুল্লা ক্রিকেট গ্রাউন্ড। এই টুর্নামেন্টে শুধু দিলশান নন, খেলার কথা পারভেজ মাহরুফ, থিলান তুষারা, অজান্থা মেন্ডিসদের মতো অবসরে যাওয়া ক্রিকেটারদের।

এতক্ষণ যা পড়েছেন সেগুলো গুজব। করোনার এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট যেখানে বন্ধ সেখানে এমন লিগের আয়োজন তো প্রশ্নই আসে না।

গত ২৯ জুলাইতে বাড়ুল্লা মাঠে কোনো ম্যাচের আয়োজন হয়নি। যা রটিয়েছে ইন্ডিয়ান বাজিকররা। এনিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানান, এটা খুবই দুঃখজনক। আমরা ব্যপারটি দুর্নীতি দমন কর্মকর্তাদের অবহিত করেছি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh