• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফুটবলার লুৎফর রহমানের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২০, ১৫:২৯
lutfor rahman
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমান

বাংলাদেশ জাতীয় ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

সোমবার প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক শোক বার্তায় বলা হয়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমানের অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জাহিদ আহসান রাসেল।

এদিন সকাল পৌনে নয়টার দিকে যশোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মো. লুৎফর রহমান।

২০১৮ সালের ডিসেম্বরের শেষ দিকে ব্রেইন স্ট্রোক করার পর প্যারালাইসিস হয়ে যান তিনি। এরপর থেকে নিজ বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছিলেন।

চিকিৎসার জন্য গেল বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুৎফর রহমানের চিকিৎসা এবং অন্যান্য সহযোগিতা বাবদ ৩০ লাখ টাকা প্রদান করেছিলেন। তার স্ত্রী মাজেদা রহমানের হাতে ৫ লাখ টাকার চেক এবং ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দিয়েছিলেন সরকার প্রধান।

৬৯ বছর বয়সী লুৎফর রহমানের যশোর শহরের লোন অফিস পাড়ায়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুন: স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য লুৎফর রহমান আর নেই

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh