itel
logo
  • ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ২৯ জন, আক্রান্ত ৩২৮৮ জন, সুস্থ হয়েছেন ২৬৭৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ায় আইসোলেশনে সিমন্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
|  ২৮ জুন ২০২০, ২০:৩২ | আপডেট : ২৮ জুন ২০২০, ২৩:৪৭
Simmons in isolation after attending the funeral
ফিল সিমন্স
ক্যারিবীয়দের যুক্তরাজ্য সফর নিয়ে আতংক কম নেই। করোনাভাইরাসের ভয় ঠেলে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়ে থাকতে হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টিনে।

এরপর আনুষ্ঠানিক অনুশীলনে নেমেছে ১৪ সদস্যের ক্যারিবীয় টেস্ট দল। গত কদিন ধরে দলবলে অনুশীলনও করছে তবে বিপত্তি দলের হেডকোচ ফিল সিমন্সকে নিয়ে।

একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে সিমন্স এখন আইসোলেশনে আছেন। তাই দলের দায়িত্ব সামলাতে হচ্ছে সহকারী কোচ রডি ইস্টউইক ও রায়ন গ্রিফিথকে।

সিমন্স জানিয়েছেন তিনি হোটেলের বারান্দা থেকেই অনুশীলন ম্যাচের দিকনির্দেশনা দেবেন। আগামীকাল সোমবার থেকে ক্যারিবীয়রা নামবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে।

এনিয়ে দলের পেসার আলজারি জোসেফ জানিয়েছেন, সিমন্স না থাকায় খুব যে সমস্যা হচ্ছে তা না। আমরা সামলে নিব কটা দিন অন্য কোচরা তো আছেনই।

সিমন্স হোটেল বন্দী হলেও খুব দ্রুতই তার কোভিড টেস্ট করানো হবে। তাতে যদি ফলাফল নেগেটিভ আসে সেক্ষেত্রে বৃহস্পতিবারে যোগ দিতে পারবেন দলের সঙ্গে।

আগামী ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দর্শক শূন্য জীবাণু মুক্ত মাঠে শুরু হবে এই ঐতিহাসিক ম্যাচ।

এমআর/

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৫৯৬৭৯ ৭০৭২১ ১৯৯৭
বিশ্ব ১১১৯০৬৭৮ ৬২৯৭৯১০ ৫২৯১১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়