spark
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪৬ জন, আক্রান্ত ৩৪৮৯ জন, সুস্থ হয়েছেন ২৭৩৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

টেবিলের তলানিতে থাকা দল কাঁপিয়ে দিলো বার্সাকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
|  ২৭ জুন ২০২০, ২৩:০৮ | আপডেট : ২৮ জুন ২০২০, ১০:০৭
celta vigo barcelona
গোল করে জার্সি খুলে উদযাপনের পর হলুদ কার্ড পেতে হয় সেল্টা অধিনায়ক আসপাসকে
৮৮ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল তুলে নিলেন আসপাস। নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত আরও পাঁচ মিনিট ছিল বার্সেলোনার কাছে। মাত্র ১ মিনিট বাকি ছিল নলিতোর করা কিকটি যদি টের স্টেগান ফিরিয়ে না দিতেন তাহলে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হতো। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে।

শনিবার লা লিগার ম্যাচে লিগ টেবিলের ১৬তম স্থানে থাকা সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ২০ মিনিটের মাথায় গোল তুলে নেয় বার্সা। 

অধিনায়ক লিওনেল মেসির দেয়া পাসে গোল আদায় করেন লুইস সুয়ারেজ। বিরতির পর মাঠে ফিরে পাঁচ মিনিটের মাথায় গোল শোধ করে সেল্টা। 

দলটির হয়ে গোল তুলেন রাশিয়ান ফরোয়ার্ড ফিওদর স্মোলভ। যদিও ব্যবধান বাড়াতে সক্ষম হয় বার্সা। ৬৭তম মিনিটে আবারও মেসি-সুয়ারেজ জুটি। দল ও নিজের দ্বিতীয় গোলটি করেন উরুগুইয়ান স্ট্রাইকার। এর পর গোল শোধে মরিয়া হয়ে উঠে সেল্টা।

নির্ধারিত সময় শেষ হতে তিন মিনিট বাকি যখন ঠিক তখনই ডি-বক্সের খানিকটা বাইরে ফ্রি কিক পায় সেল্টা ভিগো। সবাইকে বোকা বানিয়ে গোল তুলে নেন স্পেন জাতীয় দলের ফরোয়ার্ড ও আসপাস।

এই ড্রয়ে সবচেয়ে বেশি লাভ হয়েছে রিয়াল মাদ্রিদের। ৩২ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ৬৯। এক ম্যাচ কম খেলা রিয়ালের সংগ্রহ ৬৮। অন্যদিকে ৩৪ পয়েন্টে ১৬ নম্বরেই অবস্থান করছে সেল্টা। রোববার এস্পানিওলের বিপক্ষে জয় পেলে শীর্ষে উঠে যাবে মাদ্রিদের দলটি।

নিজেদের শেষ দুটি ম্যাচে খুব একটা ছন্দে দেখা যায়নি বার্সেলোনাকে। সেভিয়ার বিপক্ষে ড্র এবং আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে কোনও মতে জয় তুলে মাঠ ছাড়ে কিকে সেতিয়েনের শিষ্যরা।

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৭২১৩৪ ৮০৮৩৮ ২১৯৭
বিশ্ব ১১৭৫৬৫০৬ ৬৭৫৩১৭০ ৫৪১০৮৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়