• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করোনা ‘নেগেটিভ’ আর্চারের অপেক্ষায় ইংলিশ শিবির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০২০, ১৫:৫৭
English camp waiting for Corona ‘Negative’ Archer
জোফরা আর্চার

ওয়ার্ল্ড মিটারের তথ্যমতে পাঁচ নম্বরে অবস্থান করছে দেশটি। তাই যুক্তরাজ্য-জুড়ে করোনাভাইরাসের মাত্র ভয়াবহ বলা চলে। কিন্তু এর ভেতরই আয়োজন চলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার।

আগামী ৮ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নেমেছে ক্যারিবীয়রা। অনুশীলন শুরু করেছে ইংলিশরাও। এই সিরিজের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৩০ সদস্যের প্রাথমিক দলও দিয়েছে।

এরিমধ্যে ২৯ জন সাউদাম্পটনে পৌঁছালেও জোফরা আর্চার যোগ দিতে পারেননি দলের সঙ্গে। কারণ, দ্বিতীয় দফা করোনা টেস্টের রেজাল্ট পাওয়া যায়নি এখনও।

গত কদিন আগে আর্চারের পরিবারের একজন অসুস্থতা বোধ করছিলেন। এজন্য করোনা পরীক্ষাও দেন তিনি। প্রথমবার নেগেটিভ আসলেও আবার পরীক্ষা করাতে বলা হয়েছে। আজ পরীক্ষার জন্য নমুনা দিয়েছে এই ফাস্ট বোলার। আর এই ফলাফলের অপেক্ষাতেই আছে ইসিবি।

এদিকে দীর্ঘদিন ধরে কনুইয়ের চোটে ভোগা আর্চার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলেও জানিয়েছেন ‘ডেইলি মেইল’-কে দেয়া সাক্ষাতকারে।

আর্চার ছাড়া বাকি ২৯ সদস্যের সবাই সাউদাম্পটনে একটি হোটেলে রয়েছেন আইসোলেশনে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
X
Fresh