spark
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪৬ জন, আক্রান্ত ৩৪৮৯ জন, সুস্থ হয়েছেন ২৭৩৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

‘ধোনি’র নায়ক সুশান্ত আর নেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৪ জুন ২০২০, ১৫:৪৫ | আপডেট : ১৪ জুন ২০২০, ১৬:৩৪
Dhoni's hero 'Sushant'
ধোনির সঙ্গে সুশান্ত
‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’-এর নায়ক সুশান্ত সিং রাজপুতকে কজনই বা চিনত। এই একটা সিনেমা দিয়েই তাকে চিনল ক্রিকেট বিশ্ব। যে সিনেমার পর তাকে বলিউডের ধোনি বলেও চিনত অনেকে।

ভারতের সর্বকালের সেরা দলনেতার বায়োপিকে সুশান্ত এতটা নিখুঁত ভাবে ধোনিকে তুলে ধরেছেন যা আপনাকে মুহূর্তেই নিয়ে যাবে ধোনির ছেলেবেলা থেকে বিশ্বকাপ জয়ী অধিনায়ক হবার দিনগুলোতে। রেলের টিকিট চেকার থেকে শুরু করে ২২ গজে অবিশ্বাস্য সাফল্যের যাত্রাপথ ধরা পড়েছে দারুণভাবে।

লম্বা চুলের ধোনি, হেলিকপ্টার শট, খেলার মাঠে টিম ইন্ডিয়ার দলপতির আগ্রাসী মনোভাব ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন সুশান্ত। সংগ্রামী ধোনিকে নতুন করে পরিচয় করেয়েছিলেন বিশ্বের কাছে।

সেই সুশান্ত সিং চলে গেলেন পরপারে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী রোববার সকালে মুম্বাইয়ে নিজ বাসভবন থেকে উদ্ধার হয় তার মরদেহ। পুলিশের দাবি, গলায় ফাঁসি দেয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমাণ মুম্বাই পুলিশের।

পুলিশ সূত্র অনুযায়ী, সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে তার মৃত্যুর খবর দেন। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

তবে ঠিক কী কারণে সুশান্ত আত্মহত্যা করেছেন সেটা এখনও নিশ্চিত নয় স্থানীয় পুলিশ।

এমআর/ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৭২১৩৪ ৮০৮৩৮ ২১৯৭
বিশ্ব ১১৭৫৬৫০৬ ৬৭৫৩১৭০ ৫৪১০৮৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়