• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোর পেনাল্টি মিসের দিন ফাইনালে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০২০, ১১:০৩
ronaldo penalty miss
ছবি-সংগৃহীত

দীর্ঘ তিন মাস পর মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মহাতারকার পায়ের জাদু দেখার অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমীরা। যদিও দীর্ঘ বিরতির পর ফিরে হতাশ করেছেন পর্তুগীজ তারকা। কোপা ইতালিয়ার ম্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ ছিল এসি মিলান। সেমিফাইনালের দ্বিতীয় লেগে পেনাল্টি মিস করেন সিআর সেভেন। শেষ পর্যন্ত কোনও পক্ষ গোল না দিলেও প্রথম লেগে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করেছে জুভিরা।

শুক্রবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ১৬তম মিনিটে পেনাল্টি পায় জুভেন্টাস। দলের হয়ে কিক করতে গিয়ে মিস করেন রোনালদো।

এই নিয়ে ক্যারিয়ারে ১৫৩ পেনাল্টি নিয়েছেন রোনালদো। মিস করেছেন ২৬টি। ২০১৮/১৯ মৌসুমে যোগ দেয়ার পর সাদা-কালো জার্সিতে এই নিয়ে দুটি পেনাল্টি মিস করলেন তিনি।। গেলবছর জানুয়ারিতে প্রথমবার মিস করেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী।

৯ মার্চ লিগ স্থগিতের আগে দুর্দান্ত ফর্মে ছিলেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৯৬ দিন পর মাঠে নেমে মিলানের ২১ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমমার কাছে পরাস্ত হন রোনালদো।

পুরো খেলায় ৯টি শট নিলেও সফলতা পাননি জুভেন্টাসের সবচেয়ে বড় তারকা।

গেল ফেব্রুয়ারিতে সেমির প্রথম লেগে এসি মিলানের মাঠে ১-১ গোলে ড্র করেছিল তুরিনের দলটি। তাই ফিরতি লেগে নির্ধারিত সময় পর্যন্ত কোনও গোল না হলেও ফাইনালে পৌঁছে যায় মাউরিসিও সাররির শিষ্যরা।

এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শনিবার রাতে ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে নাপোলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। প্রথম লেগে ০-১ গোলে এই জয় পেয়ে এগিয়ে আছে নাপোলি। এদিন দুই দলের মধ্যে জয়ী দল জুভেন্টাসের বিপক্ষে ফাইনাল খেলবে আগামী ১৭ জুন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ ম্যাচে তৃতীয় হ্যাটট্রিক রোনালদোর
রোনালদো জাদুতে কিংস কাপের ফাইনালে আল নাসর
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
X
Fresh