• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনার পর ইংলিশ লিগের নতুন প্রতিপক্ষ ‘জঙ্গি হামলা’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০২০, ১৭:২২
premier league terrorist alert
ছবি-সংগৃহীত

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বের নানা প্রান্তে শুরু হচ্ছে ফুটবল। পিছিয়ে নেই ইংলিশ প্রিমিয়ার লিগও। প্রায় তিনমাস বন্ধ থাকার পর আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডের মাঠে বল গড়াবে। করোনা মোকাবেলার মাঝেই নতুন প্রতিপক্ষ হিসেবে জঙ্গি হামলাকে শনাক্ত করেছে লিগ কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের প্রভাবে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো ফাকা গ্যালারিতে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে লিগ শুরু হতেই আক্রমণ চালাতে পারে জঙ্গিরা। তাই ক্লাবগুলোকে সতর্ক করে দিয়েছে ইপিএল কর্তৃপক্ষ।

ডেইলি মেইল জানাচ্ছে, করোনার দাপট শুরু হওয়ার পর লকডাউন দিয়ে দেয়া হয়। দীর্ঘদিন ধরে নিরাপত্তার বিষয়টিতে নজর দিতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মহামারী শুরুর আগে প্রতিটি ম্যাচের নিয়মিত নিরাপত্তা টহল দেয়া হতো। সব ধরনের পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যদিও করোনার কারণে সবই বন্ধ হয়ে যায়।

এক প্রতিবেদনে ডেইলি মেইল আরও জানায়, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের ধারণা বল মাঠে গড়ানোর পর স্টেডিয়ামে আক্রমণ চালাতে পারে জঙ্গিরা। এমন আশঙ্কা কারণে প্রতিটি দলকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে।

বিশেষ করে ফুটবলারদের নিরাপত্তার উপর বিশেষ নজর দিতে বলা হয়েছে। স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকাও নজরদারী বাড়াতে বলা হয়েছে।

ইংলিশ ক্লাবগুলোকে নিরাপত্তার ছকও দিতে বলেছে লিগ কর্তৃপক্ষ। করোনার কারণে স্টেডিয়ামগুলোর অর্ধেক কর্মী কাজে আসা থেকে বিরত রয়েছে। নিরাপত্তার ব্যাপারে কোনও ঝুঁকি নিতে চাইছে না তারা। খেলা শুরুর আগে নিরাপত্তার দায়িত্বে থাকা সবাইকে কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় ভক্তদের আসাও নিষিদ্ধ করার সিদ্ধান্ত এসেছে। স্টেডিয়ামের আশে-পাশে হোটেলগুলোতে কড়া নজরদারি রাখা হবে বলে জানানো হয়েছে।

১৭ জুন অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড ম্যাচ দিয়ে ফিরতে চলেছে জনপ্রিয় এই লিগ।

২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির মোট পয়েন্ট ৫৭।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh