• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অক্টোবরে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুন ২০২০, ২১:৫০
In October, Bangladesh's opponent is Afghanistan
ছবি- সংগৃহীত

দেশ-বিদেশের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে আছে তিন মাস ধরে। করোনাভাইরাস মহামারি রূপ নেয়ার আগে বন্ধ হয়ে গেছে দেশের সব প্রতিযোগিতামূলক আসর।

এরমধ্যে স্থগিত হয়ে যায় এএফসি’র বাচাই পর্বের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচও। যা হবার কথা ছিল সিলেটে। তবে মাঠে ফিরতে শুরু করেছে খেলাধুলা।

তাই ফিফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ ও এএফসির বাচাই পর্বের ম্যাচগুলো পুনরায় শুরু ঘোষণা দিয়েছে এএফসি।

এনিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ফিফার নির্দেশনা অনুসারে এএফসি আগামী অক্টোবর ও নভেম্বরে বাছাইয়ের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো আয়োজন করবে।

‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশ ৮ ম্যাচের চারটি খেলেছে। বাকি ৪ ম্যাচের দুটি অক্টোবরে ও দুটি হবে নভেম্বরে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান।

এএফসির দেয়া নতুন সূচি অনুযায়ী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সিলেটে খেলবে জামাল ভুঁইয়ারা। এরপর অক্টোবরের ১৩ তারিখ ফিরতি ম্যাচে দোহায় খেলবে কাতারের বিপক্ষে। বাংলাদেশ শেষ দুটি ম্যাচ খেলবে নভেম্বরে ভারত ও ওমানের বিরুদ্ধে। নতুন সূচি অনুযায়ী ১২ ও ১৭ নভেম্বর ঢাকায় হবে এ ম্যাচ দুটি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh