• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খেলরত্ন’র জন্য মনোনীত ‘হিটম্যান’

স্পোর্ট ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০২০, ১২:১৩
rohit sharma
রোহিত শর্মা

রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য রোহিত শর্মাকে মনোনীত করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।

২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বরর মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন টিম ইন্ডিয়ার জাতীয় দলের ওপেনার রোহিত। অন্যদিকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইশান্ত শর্মা, শিখর ধাওয়ান ও দীপ্তি শর্মা।

একটি বিবৃতিতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘আমরা বেশ কয়েকটি বিষয় বিবেচনা করেই কাদের নাম মনোনীত করা হবে, সেই তালিকা তৈরি করেছি। সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মা গেল কয়েক বছরে ব্যাটসম্যানদের জন্য নতুন উচ্চতায় নিয়ে গেছেন। খেলরত্ন পুরস্কারের জন্য রোহিতই যোগ্য সদস্য। রান করার সঙ্গে ও যে ধারাবাহিকতা ও দায়িত্বজ্ঞান দেখিয়েছে, সেটাই অনেকটা এগিয়ে রাখছে রোহিতকে।

২০১৯ সালে আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন হিট ম্যান। রোহিতই একমাত্র ক্রিকেটার যার ঝুলিতে একটি বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে। টেস্টে অভিষেক ম্যাচেই দুই ইনিংসে সেঞ্চুরি করার নজিরও গড়েছেন তিনি। আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও চারটি সেঞ্চুরি রয়েছে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের ‘বাজবল’ নিয়ে খোঁচা দিলেন রোহিত শর্মা
X
Fresh