• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কিংবদন্তি ফুটবলার গোলাম রাব্বানী হেলাল আর নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০২০, ১৩:০৭
golam rabbani helal
গোলাম রাব্বানী হেলাল

বাংলাদেশ জাতীয় দলের সাবকে ফুটবলার ও আবাহনী লিমিটেডের পরিচালক গোলাম রাব্বানী হেলাল মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাইয়ের ছেলে গোলাম কাইফি।

কিডনির সমস্যা থাকা হেলালকে গেল বৃহস্পতিবার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন স্ট্রোক) হয়ে তার।

আবাহনী কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বাদ আসর আবাহনী ক্লাব মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

বরিশালে বেড়ে ওঠা হেলার ঢাকায় এসে আবাহনীর হয়ে মাঠ মাতিয়েছেন দীর্ঘ দিন। ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত খেলেছেন ক্লাবটিতে। মাঝে বিজেএমসির জার্সি গায়ে জড়ালেও আবারও ফিরে আসেন ধানমন্ডির দলটিতে।

১৯৭৯ সালে জাতীয় দলে অভিষেক হয়। খেলেছেন ১৯৮৫ পর্যন্ত। বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্তের পর সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন তিনি। আবাহনীর পরিচালক পদে দায়িত্ব বুঝে নেন। ২০০৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য নির্বাচিত হন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনায় নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে চার ফুটবলার আটক
ফুটবলার রাজিয়ার মর্মান্তিক মৃত্যুতে ক্রীড়ামন্ত্রীর শোক
সন্তান প্রসবের পর নারী ফুটবলারের মৃত্যু
বেতনের আওতায় আসছেন বয়সভিত্তিক দলের ফুটবলাররা
X
Fresh