• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসি থাকতেও আর্জেন্টিনার বিশ্বকাপ না জেতা হতাশার: ইনিয়েস্তা

স্পের্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ১৩:০৯
messi 2014 world cup
২০১৪ বিশ্বাকাপে শিরোপা বঞ্চিত মেসি সেরা খেলোয়াড় নির্বাচিত হন

লিওনেল মেসির মতো সেরাদের সেরা ফুটবলার থাকতেও আর্জেন্টিনার বিশ্বকাপ না জিততে পারাটা হতাশাজনক বলে মনে করেন বার্সেলোনা কিংবদন্তি আন্দ্রে ইনিয়েস্তা।

২০১৪ বিশ্বকাপে মেসি ছাড়াও সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়াইন, হ্যাভিয়ের মাশ্চেরানোদের মতো তারকারা ছিলেন। দলে ছিলেন পাবলো জাবালেতা, ফার্নান্দো গাগো, এজেকুয়েল গারায়, এজেকিয়েল লাভেজ্জি, সার্জিও রোমেরো। যারা প্রত্যেকেই নিজেদের ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন।

সম্প্রতি এক সাক্ষাতকারে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী ইনিয়েস্তা বলেন, ‘সেরা ফুটবলার থাকাকালেও আর্জেন্টিনার বিশ্বকাপ না জিততে পারাটা অবাক করার মতো। পুরো দলটিতেই একেকজন ছিলেন সময়ের সেরা। আমার চোখে সেরাদের সেরা খেলোয়াড়ও (মেসি) ছিলেন ওই দলে।’

ছয় বছর আগে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল উপহার দেয় মেসি নেতৃত্বাধীন দলটি। যদিও ফাইনালে ১-০ গোলে হারতে হয় আলবিসেলেস্তেদের।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই মিডফিল্ডার মনে করেন বিশেষ মুহূর্তকে কাজে লাগাতে পারলে ব্যবধান গড়া সম্ভব।

ইনিয়েস্তা বলেন, ‘তারা শিরোপা তুলতে সক্ষম হয়নি। জার্মানির বিপক্ষে যা ঘটেছে, ছোট কিছু মুহূর্ত থাকে। যেগুলোর কারণে দলের পার্থক্য প্রকাশ পেয়ে যায়। আলাদা পরিকল্পনা নিয়ে খেললে সেদিন ফল হয়তো ভিন্ন হতে পারত।’

ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী মেসিকে জন্মভূমিতে এখন শুনতে হয় জাতীয় দলের জন্য কিছুই এনে দিতে পারেননি তিনি। তবে বার্সায় সাবেক সতীর্থের চোখে মেসিকে শুধু দোষ দেয়ার জন্যই এমন মন্তব্য করা হয়।

‘শেষ পর্যন্ত যখন ফল আসে না। এরকম অনেক পরিস্থিতিতে পড়তে হয়। সবাই যেকোনও এক জনকে বেছে নেয় দোষারোপ করার জন্য। আমার মতে এটা বলা বেশ কঠিন যে, মাঠে নেমে মেসি খারাপ খেলেছে। কারণ তিনি খারাপ খেলেছেন সেটা হতেই পারে না।
তবে এটা সঠিক, সময় আপনার পক্ষে নাই থাকতে পারে। পাশাপাশি বার্সা ও আর্জেন্টিনা জাতীয় দলের পরিবেশ একভাবে মাপাটাও বোকামি। দলটি প্রতিদিন পরিকল্পনা করে আগামী দিনে কেমন হবে তাদের মাঠের খেলা।

এদিকে মেসিকে নিয়ে বার্সায় আরেকটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা উচিৎ ছিল বলে মনে করেন কিংবদন্তি মিডফিল্ডার।

বার্সার হয়ে ইউরোপ সেরার খেতাব চারবার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। যদিও ২০১৫ সালের পর ক্লাব ফুটবলের মহাদেশীয় এই শিরোপা লাভ করতে সক্ষম হননি তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh