• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বড় ক্ষতির আশঙ্কায় ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০২০, ২১:৪৭
বড় ক্ষতির আশঙ্কায় ক্রিকেট অস্ট্রেলিয়া
ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি এখন প্রায় নিয়ন্ত্রণে। অন্যান্য দেশগুলোতে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে শতক-হাজারের গণ্ডি সেখানে তাসমান পাড়ের দেশটিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ২৪ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকায় অক্টোবরে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানো নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে দেশটি। যদিও কিছু ব্যাপারে এখনও সিধান্তহীন ক্রিকেট অস্ট্রেলিয়া। তার মধ্যে অন্যতম হচ্ছে গ্যালারিতে দর্শক থাকা-না থাকা।

অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী ক্রীড়া মন্ত্রী কোলবেকের ভাষ্য, যুদ্ধকালীন তৎপরতায় হলেও মাঠে খেলা নামাতে চান তারা। যদিও নিজেদের লাভ-লোকসানের হিসেব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য মুখিয়ে আছি। সূচি নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। নানা ধরনের বিধি মেনে প্রতিযোগিতা আয়োজন করতে সমস্যা হবে না। কিন্তু মাঠে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আছে। সেটা মাথায় রাখতে হবে।’

যদি দর্শক শূণ্য মাঠে বিশ্বকাপ আয়োজন করা হয় তবে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৭০০ কোটি টাকা লোকসান হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার।

তাই স্বাভাবিকভাবেই অনেক ভেবেচিন্তে নিতে হবে তাদের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত।

এদিক বিশ্বকাপের ঠিক পরে ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে, বিরাট কোহলি-স্টিভ স্মিথের দ্বৈরথ উপভোগের আগে দর্শকের তাকিয়ে থাকতে হবে পৃথিবীর সার্বিক পরিস্থিতির উপর।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh