• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শচীনের সেরা পাঁচ অল-রাউন্ডারে পাকিস্তানের একজন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ এপ্রিল ২০২০, ২১:৫৩
শচীনের সেরা পাঁচ অল-রাউন্ডারে পাকিস্তানের একজন
কপিল দেবের সঙ্গে শচীন টেন্ডুলকার

যাদের খেলা দেখে বড় হওয়া, তাদের সঙ্গেই আবার বাইশ গজের লড়াইয়ে নামা। শচীন টেন্ডুলকার তেমন পাঁচ জনের নাম প্রকাশ করেছেন, যারা ব্যাটে-বলে দুইদিক থেকেই শাসন করেছেন প্রতিপক্ষকে।

শচীন তেমনই পাঁচ সেরা অল-রাউন্ডারের নাম প্রকাশ করেছেন। যেখানে রয়েছেন নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল, ইংল্যান্ডের ইয়ান বোথাম, স্বদেশী কপিল দেব আর পাকিস্তানের ইমরান খান।

‘স্টার স্পোর্টস ক্রিকেট কানেক্টেড শো’-কে দেয়া সাক্ষাৎকারে শচীন বলেন, যাদের খেলা দেখে আমি বড় হয়েছি তারা বিশ্বের সেরা পাঁচ অলরাউন্ডার। এমনকি আমার সেরা পাঁচে থাকা কপিল দেব আমার সতীর্থ। শুধু তাই নয়, প্রথমবারের মতো পাকিস্তান সফরে গিয়ে আমি ইমরান খানের বিপক্ষে খেলেছিলাম।

এছাড়া নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল, ইংল্যান্ডের ইয়ান বোথাম সম্পর্কে শচীন বলেন, ‘পাকিস্তানের পর আমার ক্যারিয়ারের দ্বিতীয় সফর ছিল নিউজিল্যান্ডে। ওই সফরে আমি স্যার রিচার্ড হ্যাডলির বিপক্ষে খেলি। এরপর ১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ম্যালকম মার্শাল ও ইয়ান বোথামের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয় আমার।

গতকাল শুক্রবার ৪৭ বছরে পা দেন ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh