• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

একমাসেই মত বদলালেন পেলে

স্পোর্ট ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ এপ্রিল ২০২০, ১৭:২৯
messi-ronaldo-pele
ছবি-সংগৃহীত

একমাস আগেই লিওনেল মেসির তুলনায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে এগিয়ে রেখেছিলেন পেলে। ব্রাজিলের হয়ে তিনবারের বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড এবার মেসিকেই সময়ের সেরা ফুটবলার বলে দাবি করলেন।

৭৯ বছর বয়সী পেলে ১ হাজার ২৮১ গোলের রেকর্ড করে গিনেস বুকে নিজের নাম লিখিয়েছেন।

মেসি-রোনালদোর মধ্যে কে সেরা? গেজেট্টা ডেল্লো স্পোর্টের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় মেসি।’

ইতালিয়ান এই গণমাধ্যমকে পেলে বলেন, ‘মেসি দক্ষ খেলোয়াড়। গোল করানো, পাস দেয়া, গোল করা, ড্রিবলিং সব কিছুই দুর্দান্ত।’

নিজের এবং মেসির খেলার ধরন যে আলাদা সেটিও স্পষ্ট করেন বিশ্ব ফুটবলের এই কিংবদন্তি।

‘যদি আমরা এক দলের হয়ে খেলতাম প্রতিপক্ষ একজন নয় অবশ্যই দুজন খেলোয়াড়কে নিয়ে দুশ্চিন্তায় পড়তো।’

ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে পেলে বলেন, ‘আজকের বিশ্বে মেসিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’

৩৫ বছর বয়সী রোনালদো ১ হাজার ম্যাচ খেলে ৭২৫ গোল করেছেন। অন্যদিকে ৮৫৬ ম্যাচে ৬৯৭ গোল করেছেন তিন বছর ছোট মেসি।

এক মাস আগে সাক্ষাতকারে বর্তমান সময়ের প্রেক্ষিতে মেসির তুলনায় রোনালদোকে এগিয়ে রেখেছিলেন পেলে

ইউটিউব চ্যানেল ফিলহাদোকে তিনি বলেন,‘বর্তমানে সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় রোনালদো। তাই বলে মেসির অবদান অস্বীকার করা যাবে না।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাশা’ চলচ্চিত্রের জন্য পুরস্কার পেলেন রাজুব ভৌমিক
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
X
Fresh