• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

৬৩ বছরে এই প্রথম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ এপ্রিল ২০২০, ১৬:৪৯
Barcelona
ফাইল ছবি

করোনা মোকাবেলায় আর্থিক তহবিল সংগ্রহ করতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’র টাইটেল রাইটস ছেড়ে দিল বার্সেলোনা। ৬৩ বছরে আগে তৈরি কাতালান প্রদেশের স্টেডিয়ামটি প্রথমবারের মতো মালিকানা পরিবর্তন হতে চলেছে।

করোনার দাপট থেকে রেহাই পেতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে স্প্যানিশ লা লিগা। একই কারণে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগও স্থগিত করে দিয়েছে উয়েফা। চলতি বছরই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো কাপ। তা করোনা ভাইরাসের জন্য এক বছর পিছিয়ে দেয়া হয়েছে।

স্প্যানিশ দলের ফুটবলারদের বেতন দানের পর এবার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’র টাইটেল রাইটস হস্তান্তরের সিদ্ধান্ত নেয় বার্সা কর্তৃপক্ষ। করোনার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ বলে মঙ্গলবার জানিয়েছে দলটি।

১৯৫৭ সালে ৯৯ হাজার আসন বিশিষ্ট ফুটবল স্টেডিয়ামটি তৈরি হয়। সেই সময় থেকে এখনও পর্যন্ত মাঠের মালিকানা নিজেদের কাছে রেখেছিল ব্লাউগ্রানারা। কিন্তু করোনা সব হিসেব পাল্টে করে দিয়েছে। জনস্বার্থে ক্যাম্প ন্যু-র টাইটেল রাইটস হস্তান্তর করতে পেরে তারা খুশি বলে জানিয়েছে কাতালানরা।

স্পেনে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দুই লাখ ছাড়িয়ে গিয়েছে। ২১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার্সেলোনায় থাকছেন জাভি!
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
X
Fresh