• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

১০ তারকা কোচের চোখে মেসি-রোনালদোর মধ্যে কে সেরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ এপ্রিল ২০২০, ১৬:০৬
Cristiano Ronaldo vs Lionel Messi
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি

করোনাভাইরাসের সংবাদ পড়তে পড়তে যখন ফুটবলপ্রেমীরা হাঁপিয়ে উঠেছেন ঠিক সেই সময় গিভ মি স্পোর্টস বর্তমান যুগের দশজন সেরা কোচের চোখে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা সামনে নিয়ে এলো। পুরো প্রতিবেদন পড়লেই বোঝা যাবে এই যাত্রায় কে জয়ী হয়েছে।

২০০২ সালে ক্যারিয়ার শুরু হয় রোনালদোর। পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় ২০০৩ সালে। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে খেলছেন জুভেন্টাসের হয়ে। স্বদেশী দল স্পোটিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি।

অন্যদিকে ২০০৪ সালে প্রথমবারের মতো বার্সেলোনার জার্সিতে খেলতে নামেন মেসি। একবছর পর আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়। ৩২ বছর বয়সী মেসির পুরো ক্যারিয়ারটাই বার্সাময়।

দীর্ঘ ক্যারিয়ারে মেসি-রোনালদো দুইজন দুইজনের প্রতিদ্বন্দ্বী। ক্যারিয়ারে ছয়বার ব্যালন ডি’ অর জিতেছেন মেসি। অন্যদিকে পাঁচবার সেরা ফুটবলারের পুরষ্কারটি নিজের করেছেন রোনালদো।

এক নজরে দেখে নেবো বর্তমান যুগের সেরা ১০ কোচের ভাবনা কি দুই মহাতারকাকে নিয়ে

অ্যালেক্স ফার্গুসন

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরেই আজকের রোনালদো বিশ্ব ফুটবলের মহা তারকা হিসেবে নিজেকে পরিচিত করাতে সক্ষম হয়েছে। ফার্গুসন তার প্রিয় শিষ্যকেই এগিয়ে রেখেছেন।

‘আমাকে ভুল ভাববেন না। মেসি সত্যিই অসাধারণ। বল যখন পায়ে থাকে মনে হয় স্লিপার পরেছেন তিনি।’ স্পোর্টস ইলাসট্রেটেডকে বলছিলেন ফার্গুসন।

তিনি বলেন, তবে আমার কাছে মনে হয় মেসি বার্সেলোনার খেলোয়াড়। অন্যদিকে রোনালদোকে যদি স্টকপোর্টের (নিন্ম সারির ইংলিশ দল) জার্সিতে নামিয়ে দেয়া হয়, সেখানেও হ্যাটট্রিক করতে সক্ষম তিনি।

রোনালদো শুট করতে পারেন, হেডও করতে পারেন। আসলে তিনি সিংহের মতো সাহসী।

ফাবিও কাপেল্লো

রিয়াল মাদ্রিদ, এসি মিলান, রোমা, জুভেন্টাসের মতো দলের দায়িত্ব পালন করেছেন ফাবিও কাপেল্লো। ইতালিয়ার সাবেক এই ফুটবলার ইংল্যান্ড ও রাশিয়া জাতীয় দলেরও কোচ গিরি করেছেন।

ফাবিও কাপেল্লো মেসিকেই এগিয়ে রেখেছেন।

মার্কাকে তিনি বলেন, একটি বিষয় হচ্ছে বাইরে থেকে নিজেকে প্রকাশ করে। অপরটি নিজের প্রতিভা খেলার মাধ্যমে ফুটিয়ে তোলা।

‘দুজনের পার্থক্য চোখে পড়ার মতো। একজন প্রতিভাবান যা করেন তা কেউ কল্পনাও করতে পারে না। রোনালদো অসাধারণ, কিন্তু মেসি প্রতিভাবান।’

দিয়েগো সিমিওনে

২০১৮ সালে হোয়াটসঅ্যাপের একটি ভিডিও ক্লিপ লিক হয় অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের। সেখানে রোনালদোকে সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন তিনি।

তবে মেসি-রোনালদো প্রশ্নে তিনি স্বদেশী মেসিকেই এগিয়ে রাখেন।

গোল ডট কমের সে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, হোয়াটসঅ্যাপে আমার সহকারীর সঙ্গে কথা বলছিলাম।

‘যদি দুই জনের মধ্যে তুলনা করেন তাহলে অবশ্যই মেসিকেই বেছে নিবো।’

ইয়ুর্গেন ক্লপ

টুইটারে লিভারপুলের এলএফসি টিভিতে ২০১৮ সালে এক প্রশ্ন-উত্তর পর্বে যোগ দেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ। সেখানে নিজের ভাবনা স্পষ্ট করেন।

‘আমার ফোনে একটাই সেলফি আছে। সেটা মেসির সঙ্গেই। ওই কক্ষে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোও উপস্থিত ছিলেন।’

জিনেদিন জিদান

রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের পছন্দ রোনালদো।

তার মতে, 'ক্রিশ্চিয়ানো সেরা, মেসি তার প্রতিদ্বন্দ্বী। দুই জনের লড়াই সবার নজর কাড়ে।'

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা স্কাই স্পোর্টসকে বলেন, ‘তবে রোনালদো বিষ্ময়কর। তাকে নিয়ে বলার মতো ভাষা আমার কাছে নেই। আসলে তিনি আমার থেকেও সেরা। আমার একটা বর্ণীল ক্যারিয়ার ছিল। রোনালদো সেরাদের সেরা।’

হোসে মোরিনহো

২০১৩ সালে স্বদেশী রোনালদোকে সেরা বলেছিলেন টটেনহাম হটসপারের বর্তমান কোচ হোসে মোরিনহো। তিন বছর পর মত পাল্টান তিনি।

রিয়াল, ম্যানইউ, চেলসি, ইন্টার মিলানের সাবেক কোচ মেসিকে সবার উপরে রাখেন। সেসময় সেরা তিনজনেও রোনালদোকে রাখেননি।

তবে গেল বছর বেইন স্পোর্টসকে পর্তুগীজ কোচ দুই জনের তুলনা করতে চাননি।

‘আমার মনে হয় তাদের দুজনকে দুজনের সঙ্গে তুলনা করার যৌক্তিকতা নেই। দুজনই ভিন্ন ধাঁচের খেলোয়াড়।’ যোগ করেন দ্য স্পেশাল ওয়ান খ্যাত এই কোচ।

‘একটা জিনিস বলতে পারি রোনালদো যখন আমার দলে ছিল তখন আমি বেশ খুশি ছিলাম। যখন মেসি ও রোনালদোকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি তখন আমার দলকে নিয়ে অনেক কাজ করতে হয়েছে।’

পেপ গার্দিওলা

বার্সেলোনায় কোচ পেপ গার্দিওলা ও মেসির অনবদ্য জুটি ছিল।

২০১৬ সালে ব্যালন ডি’ অর জেতেন রোনালদো। এরপর ইএসপিএনের সঙ্গে কথা বলেছিলেন গার্দিওলা।

ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ বলেন, ‘মেসি সেরা। অবশ্য তিনিই সেরা। তিনি জানেন কিভাবে খেলতে হয়, গোল করতে হয় ও দলের অন্যদের খেলাতে হয়।’

বর্তমান যুগের অন্যতম সেরা এই স্প্যানিশ কোচ বলেন, ‘সব ফুটবলারদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই। রোনালদোকে অভিনন্দন জানাতে চাই তার পুরষ্কারের জন্য। আমার মনে হয়ে মেসি ভিন্ন মাত্রার খেলোয়াড়।’

জোয়াকিম লো

২০১৮ সালে জার্মান গণমাধ্যম বিল্ডকে দেশটির কোচ জোয়াকিম লো জানান মেসিই তার পছন্দের।

২০১৪ সালে বিশ্বকাপ জয়ী এই কোচ বলেন, ‘রোনালদো অপূর্ব, পেশাদার ও গোলমেশিন। তবে আমার দেখা সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হচ্ছেন মেসি।’

জোয়াকিম লো বলেন, ‘পথে আট-নয়জন খেলোয়াড়কে বোকা বানিয়ে দেয়ার ক্ষমতা রয়েছে তার। গোলগুলো সবসময়ই আপনার স্মৃতিতে রয়ে যাবে।’

আর্সেন ওয়েঙ্গার

আর্সেনালের ইতিহাসের সফলতম কোচ আর্সেন ওয়েঙ্গার দুজনের তুলনা করে কাউকে ছোট করতে নারাজ।

বেইন স্পোর্টসে প্রশ্ন-উত্তর পর্বে তিনি বলেন, ‘শৈল্পিক দিক বিবেচনা করলে মেসি সব সময় আপনাকে সেরা বলটা পাস করবে। হয়তো রোনালদোর তুলনায় তিনি বেশি সৃষ্টিশীল ফুটবলার। তবে রোনালদো সেরা ফিনিশার।’

আর্সেন ওয়েঙ্গারের মতে, রোনালদো বেশি অ্যাথলেটিক। আর মেসি শৈল্পিক।

ভিনসেন্ট ডেল বস্কো

ফুটবলের ইতিহাসে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জয়ী একমাত্র কোচ ভিনসেন্ট ডেল বস্কো। তাকে আধুনিক রিয়াল মাদ্রিদের রূপকারও বলে হয়।

ডেল বস্কোর চোখে ধারাবাহিকতাই রোনালদোর তুলনায় মেসিকে সেরা বানিয়ে দিয়েছে।

মুন্দো ডিপোর্টিভোকে তিনি বলেন, ‘মেসি সবসময় ভালো। তিনি অসাধারণ ধারাবাহিক। তাই তিনিই সেরা।’

২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী এই কোচ বলেন, ‘রোনালদো শারীরিক ও মানসিকভাবে এগিয়ে। তবে আমি মেসির পক্ষেই।’

গিভ মি স্পোর্টসের এই প্রতিবেদনে দশ জনের মধ্যে দুই জন রোনালদোর পক্ষে। ছয়জন ছিলেন মেসি পক্ষে। বাকি দুই জন তুলনা করতে চাননি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি হাসপাতালে অবৈধ ফার্মেসি-ক্যান্টিন বন্ধের নির্দেশ
মেসির রেকর্ড অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে মায়ামির গোলবন্যা
বাজারে ‘অ্যালকোহল’ মুক্ত পানীয় আনছেন মেসি
ইতিহাস গড়লেন বিশ্বকাপজয়ী মেসি
X
Fresh